Ajker Patrika

এই কমিশন ইসির মর্যাদা ক্ষুণ্ন করেছে

ইফতেখারুজ্জামান
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৫৩
এই কমিশন  ইসির মর্যাদা  ক্ষুণ্ন করেছে

প্রথমত, নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের যে দায়িত্ব, সেটা পালন করতে ব্যর্থ হয়েছে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক

নির্বাচন করার জন্য যে উপাদানগুলো থাকার প্রয়োজন হয়, সেগুলো নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ।

দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ। কারণ, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য কমিশনের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতে হয়, সেটাও সঠিকভাবে করতে তারা ব্যর্থ হয়েছে। এতে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে যে প্রত্যাশা ও আস্থা তা আরও সংকটে পড়েছে। বর্তমানে মানুষের মধ্যে নির্বাচন ও ভোটের অধিকার সম্পর্কে যে ধারণা, একজন মানুষ তার ভোটের অধিকারের ঠিকমতো চর্চা করতে পারছে না, এটার সম্পূর্ণ দায় এই নির্বাচন কমিশন ও কমিশনারদের।

নির্বাচন পরিচালনার সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব কমিশনকে দেওয়া হয়। সেই দায়িত্বও তারা যথাযথভাবে পালন করতে পারেনি। তাদের যেসব দায়িত্ব ছিল সেগুলো আরও ভালোভাবে পালন করা উচিত ছিল। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তারা ব্যর্থতার প্রমাণ দিয়েছে।

এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের যে মর্যাদা তা ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। এটি তারা খুবই খারাপ একটি নজির স্থাপন করেছে। এর থেকে উত্তরণ খুব সহজ বিষয় হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শুধু নির্বাচন আয়োজন করলেই হবে না, একটা সুষ্ঠু নির্বাচন কীভাবে আয়োজন করা যায় সেগুলোও ভাবনার মধ্যে রাখতে হবে।

ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা

এলাকার খবর
Loading...