Ajker Patrika

বাকৃবিতে ঈদের ছুটি ১০ দিন, শুরু ২৮ এপ্রিল

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১২: ১০
Thumbnail image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা এবার ঈদের ছুটি পাচ্ছেন ১০ দিনের। পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মে দিবস উপলক্ষে আগামী ২৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার ঈদের দিন এবং পরের দিন বন্ধ থাকবে।

এ ছাড়া খামার ব্যবস্থাপনা শাখা, ডেইরি ফার্ম, পোলট্রি ফার্ম, কৃষিতত্ত্ব ল্যাবরেটরি, উদ্যানতত্ত্ব খামার, ফিশ ফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এবং ওয়ার্কশপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউস, পানি সরবরাহ শাখা, যন্ত্র সংরক্ষণ শাখা, স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারীর মাধ্যমে চালু রাখতে হবে। নিরাপত্তা শাখার কাজও যথারীতি চালু থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত