Ajker Patrika

১৫ কোটি টাকা ব্যয়ে ‘শতবর্ষ মনুমেন্ট’ ঢাবিতে

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৪
১৫ কোটি টাকা ব্যয়ে ‘শতবর্ষ মনুমেন্ট’ ঢাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে নির্মিত হবে ‘শতবর্ষ মনুমেন্ট’। ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ২৫ ফুট উচ্চতার এ স্তম্ভ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি টাকা।

ঢাবি সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোজাফফর আহমেদ চৌধুরী মল চত্বরের এ জায়গাটিতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের প্রস্তাব করেছিলেন। সেই অনির্মিত শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর এবং পতাকার বেদি এখনো রয়েছে। সেই বেদি থেকে মনুমেন্টের ম্যাটেরিয়াল প্যালেট নির্বাচন করা হয়েছে। স্টিলের সঙ্গে মিলিয়ে মনুমেন্টের বেদিতে ব্যবহার করা হবে লাল কংক্রিট; যা বিশ্ববিদ্যালয়ের ত্যাগ, তারুণ্য ও প্রাণের প্রতীক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মনুমেন্টের নকশা বিশ্লেষণ করে দেখা যায়, এর সামনে দক্ষিণের একটি ব্লকে চত্বরে সৌন্দর্যবর্ধনের জন্য ‘জল উদ্যান’ নির্মাণ করা হবে। ফোয়ারা, মাছ, নুড়িপাথর ও শাপলা ফুলের বৃত্তাকার স্থানটিকে ঘিরে বসার ব্যবস্থা থাকবে। সঙ্গে সুবিন্যস্ত ১০টি প্যানেল থাকবে। সেখানে ২০টি ভাগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, গৌরব ও সংগ্রামের ঘটনাগুলো থাকবে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অ্যালামনাই যাঁরা আছেন, তাঁদের কথাও এখানে উঠে আসবে। চত্বরে বিদ্যমান থাকা সব গাছ অক্ষত রেখে, রাস্তার স্থানে প্রস্তাব করা হয়েছে সুদৃশ্য হাঁটার পথ। ঘাস-গুল্ম, লতাপাতা যেন গজিয়ে উঠতে পারে, সে জন্য প্রাকৃতিক জল শোষণের ব্যবস্থা থাকবে। থাকবে ল্যাম্পপোস্ট, গার্ডেন লাইট, প্রয়োজনীয় ডাস্টবিন, প্রশস্ত বসার স্থান ও বাইসাইকেল স্ট্যান্ড।

তা ছাড়া, মল চত্বরে পানিনিষ্কাশন পদ্ধতি প্রাকৃতিকভাবে তৈরি করা হবে, যা ড্রেনেজ সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত