নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকে সতর্ক নজর রাখছে সরকার। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সরকারের ওপরের মহলকে দিনে অন্তত তিনবার জানানো হচ্ছে। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর পাঁচবার রক্তক্ষরণ হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি দিতে সরকারের কাছে তিনটি আবেদন জমা থাকলেও সেগুলো নিষ্পত্তি করা হয়নি। সরকার এ ব্যাপারে ধীরে চলার নীতি নিয়েছে। তবে সময় বুঝে অনুমতি দেওয়া হতে পারে বলে সরকারের একটি সূত্র জানিয়েছে।
আরেকটু মানবিক হয়ে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না–এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালত থেকে এমন নির্দেশনা এলে তাঁরা তা বাস্তবায়ন করবেন। খালেদা জিয়াকে বিদেশ পাঠানো নিয়ে আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর পাঁচবার খালেদা জিয়ার রক্তক্ষরণ হয়েছে।
এরপর পৃষ্ঠা ২ কলাম ৫
সর্বশেষ গত মঙ্গলবার রাতে অল্প রক্তক্ষরণ হয়। পরে ওষুধের মাধ্যমে সেটি বন্ধ করা হয়েছে। এতে স্বস্তির কিছু নেই, তিনি এখনো ঝুঁকিতে আছেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার যে চিকিৎসা দরকার, সে চিকিৎসা এ দেশে সম্ভব হচ্ছে না। তাঁর চিকিৎসকেরা বলেছেন, যে প্রযুক্তি দিয়ে চিকিৎসা প্রয়োজন, সেই প্রযুক্তি এখানে নেই। তাই কালবিলম্ব না করে বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানো দরকার।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার অনুমতি দিতে গত ১১ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তাঁর ভাই শামীম ইস্কান্দর। একই দাবিতে গত ২১ নভেম্বর বিএনপির শরিক পাঁচটি রাজনৈতিক দল স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত ২৩ নভেম্বর আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমোদন দেওয়ার বিষয়ে আমার কাছে আর কোনো আবেদন নেই।’ পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে যে আবেদন দেওয়া হয়েছে, সেটি পাননি বলে জানান তিনি। আর বিএনপিপন্থী আইনজীবীদের ওটা শুধুই স্মারকলিপি বলে মন্তব্য করেন তিনি।
কবে নাগাদ খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের ওপর মতামত দেওয়া হবে—সে বিষয়ে কিছু জানাননি আইনমন্ত্রী। গত রোববার তিনি সাংবাদিকদের বলেছিলেন, অনেক আবেদন এসেছে। কোনোভাবে কিছু করা যায় কি না, কোনো উপায় আছে কি না, সব দিক দেখেই একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা সমীচীন। সে জন্য আমরা একটু সময় নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় মানবিক দিক দেখেছেন।
২০১৯ সালের ১৭ মে খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। গত ৬ মে খালেদা জিয়ার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়নের আবেদন করা হলেও তা নবায়ন করা হয়নি। একজন সরকারি কর্মকর্তা জানান, খালেদা জিয়াকে সরকার বিদেশ পাঠানোর অনুমতি দিলে পাসপোর্টের মেয়াদ না থাকলেও বিশেষ ব্যবস্থায় বিদেশ পাঠানো যাবে, এ নিয়ে কোনো ঝামেলা হবে না।
প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সরকার বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিহিংসার কথাটা কীভাবে এল? জেলে থাকার সময়ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আরও ভালো চিকিৎসার জন্য সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিহিংসার প্রশ্নেই আসে না।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদন জানিয়ে যতগুলো আবেদন এসেছে, সেগুলো আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থার জন্য যা করণীয় তিনিই করবেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকে সতর্ক নজর রাখছে সরকার। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সরকারের ওপরের মহলকে দিনে অন্তত তিনবার জানানো হচ্ছে। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর পাঁচবার রক্তক্ষরণ হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি দিতে সরকারের কাছে তিনটি আবেদন জমা থাকলেও সেগুলো নিষ্পত্তি করা হয়নি। সরকার এ ব্যাপারে ধীরে চলার নীতি নিয়েছে। তবে সময় বুঝে অনুমতি দেওয়া হতে পারে বলে সরকারের একটি সূত্র জানিয়েছে।
আরেকটু মানবিক হয়ে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না–এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালত থেকে এমন নির্দেশনা এলে তাঁরা তা বাস্তবায়ন করবেন। খালেদা জিয়াকে বিদেশ পাঠানো নিয়ে আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর পাঁচবার খালেদা জিয়ার রক্তক্ষরণ হয়েছে।
এরপর পৃষ্ঠা ২ কলাম ৫
সর্বশেষ গত মঙ্গলবার রাতে অল্প রক্তক্ষরণ হয়। পরে ওষুধের মাধ্যমে সেটি বন্ধ করা হয়েছে। এতে স্বস্তির কিছু নেই, তিনি এখনো ঝুঁকিতে আছেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার যে চিকিৎসা দরকার, সে চিকিৎসা এ দেশে সম্ভব হচ্ছে না। তাঁর চিকিৎসকেরা বলেছেন, যে প্রযুক্তি দিয়ে চিকিৎসা প্রয়োজন, সেই প্রযুক্তি এখানে নেই। তাই কালবিলম্ব না করে বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানো দরকার।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার অনুমতি দিতে গত ১১ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তাঁর ভাই শামীম ইস্কান্দর। একই দাবিতে গত ২১ নভেম্বর বিএনপির শরিক পাঁচটি রাজনৈতিক দল স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত ২৩ নভেম্বর আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমোদন দেওয়ার বিষয়ে আমার কাছে আর কোনো আবেদন নেই।’ পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে যে আবেদন দেওয়া হয়েছে, সেটি পাননি বলে জানান তিনি। আর বিএনপিপন্থী আইনজীবীদের ওটা শুধুই স্মারকলিপি বলে মন্তব্য করেন তিনি।
কবে নাগাদ খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের ওপর মতামত দেওয়া হবে—সে বিষয়ে কিছু জানাননি আইনমন্ত্রী। গত রোববার তিনি সাংবাদিকদের বলেছিলেন, অনেক আবেদন এসেছে। কোনোভাবে কিছু করা যায় কি না, কোনো উপায় আছে কি না, সব দিক দেখেই একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা সমীচীন। সে জন্য আমরা একটু সময় নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় মানবিক দিক দেখেছেন।
২০১৯ সালের ১৭ মে খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। গত ৬ মে খালেদা জিয়ার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়নের আবেদন করা হলেও তা নবায়ন করা হয়নি। একজন সরকারি কর্মকর্তা জানান, খালেদা জিয়াকে সরকার বিদেশ পাঠানোর অনুমতি দিলে পাসপোর্টের মেয়াদ না থাকলেও বিশেষ ব্যবস্থায় বিদেশ পাঠানো যাবে, এ নিয়ে কোনো ঝামেলা হবে না।
প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সরকার বিদেশ যাওয়ার অনুমতি দিচ্ছে না বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিহিংসার কথাটা কীভাবে এল? জেলে থাকার সময়ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আরও ভালো চিকিৎসার জন্য সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিহিংসার প্রশ্নেই আসে না।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদন জানিয়ে যতগুলো আবেদন এসেছে, সেগুলো আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থার জন্য যা করণীয় তিনিই করবেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫