বোরহান জাবেদ, চট্টগ্রাম থেকে
প্রথম টেস্ট শুরু হতে তখনো ঘণ্টাখানেকের অপেক্ষা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল গেটের সামনে একটা জটলা। সে জটলার মধ্যমণি গায়ান সেনানায়েকে। কেউ তাঁর সঙ্গে সেলফি তুলছেন তো কেউ কথা বলার চেষ্টা করছেন। শ্রীলঙ্কার ক্রিকেটে তো বটেই বিশ্ব ক্রিকেটেও বেশ পরিচিত এ শ্রীলঙ্কান সমর্থক।
প্রায় দুই দশক ধরে শ্রীলঙ্কা দল যেখানে, সেখানেই গায়ানের সপ্রতিভ উপস্থিতি। এখন বাংলাদেশ ক্রিকেটে যেটা করে থাকেন ‘টাইগার’ শোয়েব। তবে এবার গায়ানের প্রেক্ষাপট একটু ভিন্ন। চরম আর্থিক সংকটে অচলাবস্থা তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। দেশজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রনিল বিক্রমাসিংহে। সামগ্রিকভাবে দ্বীপদেশটিতে অস্থিরতা বিরাজ করছে। দেশের এমন দুর্বিষহ পরিস্থিতিও গায়ানের দেশকে সমর্থনের পথে বাধা হতে পারেনি।
এ নিয়ে সপ্তমবারের মতো বাংলাদেশে এসেছেন গায়ান। প্রথমবার বাংলাদেশে আসা ২০০৬ সালে। সেটিও ছিল চট্টগ্রাম টেস্ট সামনে রেখে। গতকাল মুখে একটা বিষণ্ন হাসি দিয়ে তথ্যটা নিজেই জানালেন গায়ান। তাঁর বিষণ্ন হাসির অর্থ বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। নিজেদের ইতিহাসের কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা। দেশের এই নাজুক পরিস্থিতিতে চাইলে বাংলাদেশে নাও আসতে পারতেন। ক্রিকেট-অন্তঃপ্রাণ গায়ান বলছিলেন, ‘আমি শ্রীলঙ্কান ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক। যেকোনো পরিস্থিতিতে দলকে সমর্থন দিতে যেকোনো জায়গায় যেতে রাজি।’ অন্য অনেক শ্রীলঙ্কানের মতো গায়ানেরও আশা নতুন প্রধানমন্ত্রীর হাত ধরে দিশা খুঁজে পাবে শ্রীলঙ্কা। ভাঙা ভাঙা ইংরেজিতে বলছিলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর বাইরের দেশের সঙ্গে ভালো যোগাযোগ আছে। আমি আশা করি, দেশের জন্য তিনি একটা কিছু করবেন।’
তবু কঠিন সময়ে যেখানে সবাই পরিবারের কাছাকাছি থাকতে চান, সেখানে গায়ান ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন। প্রশ্নটা তাঁকে জিজ্ঞেস করতেই যেন বুক চিরে হাহাকার বেরিয়ে এল তাঁর, ‘আমার এক ভাই। করোনার সময় মা মারা গেছেন। এখন আমি একা, স্বাধীন। পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে পারি।’
পিছুটান না থাকায় গায়ান যেন ক্রিকেটকে আরও চুটিয়ে ভালোবাসার সুযোগ পেয়েছেন। গায়ানকে শুধু স্বদেশি ক্রিকেটাররাই নন, বাংলাদেশ দলের অনেক খেলোয়াড়ই চেনেন। অনেকের সঙ্গে নাকি ব্যক্তিগত সম্পর্কও আছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে সখ্য একটু বেশি। সখ্যর কথাই যদি বলা হয়, গায়ানের সেটি আসলে বেশি ক্রিকেটের সঙ্গেই।
প্রথম টেস্ট শুরু হতে তখনো ঘণ্টাখানেকের অপেক্ষা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল গেটের সামনে একটা জটলা। সে জটলার মধ্যমণি গায়ান সেনানায়েকে। কেউ তাঁর সঙ্গে সেলফি তুলছেন তো কেউ কথা বলার চেষ্টা করছেন। শ্রীলঙ্কার ক্রিকেটে তো বটেই বিশ্ব ক্রিকেটেও বেশ পরিচিত এ শ্রীলঙ্কান সমর্থক।
প্রায় দুই দশক ধরে শ্রীলঙ্কা দল যেখানে, সেখানেই গায়ানের সপ্রতিভ উপস্থিতি। এখন বাংলাদেশ ক্রিকেটে যেটা করে থাকেন ‘টাইগার’ শোয়েব। তবে এবার গায়ানের প্রেক্ষাপট একটু ভিন্ন। চরম আর্থিক সংকটে অচলাবস্থা তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। দেশজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রনিল বিক্রমাসিংহে। সামগ্রিকভাবে দ্বীপদেশটিতে অস্থিরতা বিরাজ করছে। দেশের এমন দুর্বিষহ পরিস্থিতিও গায়ানের দেশকে সমর্থনের পথে বাধা হতে পারেনি।
এ নিয়ে সপ্তমবারের মতো বাংলাদেশে এসেছেন গায়ান। প্রথমবার বাংলাদেশে আসা ২০০৬ সালে। সেটিও ছিল চট্টগ্রাম টেস্ট সামনে রেখে। গতকাল মুখে একটা বিষণ্ন হাসি দিয়ে তথ্যটা নিজেই জানালেন গায়ান। তাঁর বিষণ্ন হাসির অর্থ বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। নিজেদের ইতিহাসের কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা। দেশের এই নাজুক পরিস্থিতিতে চাইলে বাংলাদেশে নাও আসতে পারতেন। ক্রিকেট-অন্তঃপ্রাণ গায়ান বলছিলেন, ‘আমি শ্রীলঙ্কান ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক। যেকোনো পরিস্থিতিতে দলকে সমর্থন দিতে যেকোনো জায়গায় যেতে রাজি।’ অন্য অনেক শ্রীলঙ্কানের মতো গায়ানেরও আশা নতুন প্রধানমন্ত্রীর হাত ধরে দিশা খুঁজে পাবে শ্রীলঙ্কা। ভাঙা ভাঙা ইংরেজিতে বলছিলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর বাইরের দেশের সঙ্গে ভালো যোগাযোগ আছে। আমি আশা করি, দেশের জন্য তিনি একটা কিছু করবেন।’
তবু কঠিন সময়ে যেখানে সবাই পরিবারের কাছাকাছি থাকতে চান, সেখানে গায়ান ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন। প্রশ্নটা তাঁকে জিজ্ঞেস করতেই যেন বুক চিরে হাহাকার বেরিয়ে এল তাঁর, ‘আমার এক ভাই। করোনার সময় মা মারা গেছেন। এখন আমি একা, স্বাধীন। পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে পারি।’
পিছুটান না থাকায় গায়ান যেন ক্রিকেটকে আরও চুটিয়ে ভালোবাসার সুযোগ পেয়েছেন। গায়ানকে শুধু স্বদেশি ক্রিকেটাররাই নন, বাংলাদেশ দলের অনেক খেলোয়াড়ই চেনেন। অনেকের সঙ্গে নাকি ব্যক্তিগত সম্পর্কও আছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে সখ্য একটু বেশি। সখ্যর কথাই যদি বলা হয়, গায়ানের সেটি আসলে বেশি ক্রিকেটের সঙ্গেই।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫