দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জেলেদের ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ৭ অক্টোবর শুরু হয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। মাছ ধরা বন্ধ রাখলেও যেন জেলেদের খাদ্যের অভাব না হয় সে কারণে কুষ্টিয়ার দৌলতপুরের চারটি ইউনিয়ন পরিষদের জেলেদের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। জেলেদের ইলিশ ধরা নিষিদ্ধের সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও বরাদ্দের চাল এখনো পাননি তিন ইউনিয়নের জেলেরা।
এই নিষেধাজ্ঞার সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত এবং বিনিময় না করতে। ইতিমধ্যে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে বেশ কয়েকজন জেলেকে জরিমানা করেছেন দৌলতপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
সরকারি বরাদ্দ জেলেদের হাতে এখনো না পৌঁছানোর বিষয়ে স্থানীয় প্রশাসনিক নানা সূত্রে জানা গেছে, এই বরাদ্দ উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগে যায়। এরপর বিতরণ করতে গিয়ে আরও সময় লাগে। জটিলতা দেখা দেয় স্থানীয় পর্যায়ে জেলেদের তালিকা করতে।
কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, দৌলতপুরসহ দু-একটি উপজেলায় জেলেদের তালিকা যাচাই-বাছাইয়ে দেরি হওয়ায় বরাদ্দের চাল বিতরণ সম্পন্ন করা সম্ভব হয়নি।
নদীতীরবর্তী ইউনিয়ন ফিলিপনগরের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু বলেন, ‘জেলেদের বরাদ্দ পাওয়া চাল শিগগিরই বিতরণ হবে বলে জেনেছি।’
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, ‘২২ অক্টোবর ১১৬ বস্তা চাল বুঝে পেয়েছি। বিতরণ করা হবে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ বলেন, ‘দৌলতপুরের চারটি ইউনিয়নের ৬৩০ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ইতিমধ্যে তালিকার কাজ শেষ হয়েছে। আমরা চিলমারী ইউনিয়নের কিছু অংশে বিতরণ করেছি।’
উপজেলা মৎস্যজীবী লীগের নেতা আনিসুর রহমান চৌধুরী পল্টন বলেন, ‘আমাদের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয় সে অনুসারে চাল আসে না। প্রকৃত জেলেরা সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হলে আমাদের কাছে আসেন। এ বছরও আসছেন।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘এই ২২ দিনে নদীতে জাল নামানো নিষেধ। পরিদর্শন করে দেখেছি জালে প্রচুর পরিমাণে ইলিশের ডিম ও পোনা মাছ আটকাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে, চাল পর্যায়ক্রমে সবাই পাবে।’
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জেলেদের ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ৭ অক্টোবর শুরু হয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। মাছ ধরা বন্ধ রাখলেও যেন জেলেদের খাদ্যের অভাব না হয় সে কারণে কুষ্টিয়ার দৌলতপুরের চারটি ইউনিয়ন পরিষদের জেলেদের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। জেলেদের ইলিশ ধরা নিষিদ্ধের সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও বরাদ্দের চাল এখনো পাননি তিন ইউনিয়নের জেলেরা।
এই নিষেধাজ্ঞার সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত এবং বিনিময় না করতে। ইতিমধ্যে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে বেশ কয়েকজন জেলেকে জরিমানা করেছেন দৌলতপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
সরকারি বরাদ্দ জেলেদের হাতে এখনো না পৌঁছানোর বিষয়ে স্থানীয় প্রশাসনিক নানা সূত্রে জানা গেছে, এই বরাদ্দ উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগে যায়। এরপর বিতরণ করতে গিয়ে আরও সময় লাগে। জটিলতা দেখা দেয় স্থানীয় পর্যায়ে জেলেদের তালিকা করতে।
কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, দৌলতপুরসহ দু-একটি উপজেলায় জেলেদের তালিকা যাচাই-বাছাইয়ে দেরি হওয়ায় বরাদ্দের চাল বিতরণ সম্পন্ন করা সম্ভব হয়নি।
নদীতীরবর্তী ইউনিয়ন ফিলিপনগরের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু বলেন, ‘জেলেদের বরাদ্দ পাওয়া চাল শিগগিরই বিতরণ হবে বলে জেনেছি।’
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, ‘২২ অক্টোবর ১১৬ বস্তা চাল বুঝে পেয়েছি। বিতরণ করা হবে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ বলেন, ‘দৌলতপুরের চারটি ইউনিয়নের ৬৩০ জন জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। ইতিমধ্যে তালিকার কাজ শেষ হয়েছে। আমরা চিলমারী ইউনিয়নের কিছু অংশে বিতরণ করেছি।’
উপজেলা মৎস্যজীবী লীগের নেতা আনিসুর রহমান চৌধুরী পল্টন বলেন, ‘আমাদের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয় সে অনুসারে চাল আসে না। প্রকৃত জেলেরা সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হলে আমাদের কাছে আসেন। এ বছরও আসছেন।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘এই ২২ দিনে নদীতে জাল নামানো নিষেধ। পরিদর্শন করে দেখেছি জালে প্রচুর পরিমাণে ইলিশের ডিম ও পোনা মাছ আটকাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে, চাল পর্যায়ক্রমে সবাই পাবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫