Ajker Patrika

মনের মানুষ পেলেন জেনিফার

আপডেট : ২২ জুন ২০২২, ০১: ২৩
মনের মানুষ পেলেন জেনিফার

পথ আলাদা হয়ে গেলেও নিজ নিজ জীবনে ভালো আছেন করণ সিং গ্রোভার ও জেনিফার উইংগেট। একসঙ্গে ‘দিল মিল গায়ে’ সিরিয়ালে অভিনয় করেছিলেন। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় এই জুটির প্রেম, বিয়ে আর বিচ্ছেদ ছিল বহুল চর্চিত। বিচ্ছেদের পর করণ বিয়ে করেছেন বিপাশা বসুকে। অনেকের সঙ্গেই জুটি হয়ে সিরিয়াল করলেও সম্পর্কে জড়াননি জেনিফার।

কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁর জীবনে। জেনিফার বলেন, ‘আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। বুঝতেই পারতাম না কী করব, কীভাবে সব সামাল দেব। আমার কাজই আমাকে বাঁচিয়ে দিল। নিজেকে চিনতে শিখলাম। এখন বুঝি, কিছু পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে কারণ থাকে। নিজের নতুন আমিটাকে পেয়েছি ওই সময়। সেই আমিটা আমার নতুন ভার্সন।’

‘নিজেকে হারিয়ে ফেলেছিলাম। বুঝতেই পারতাম না কী করব, কীভাবে সব সামাল দেব। আমার কাজই আমাকে বাঁচিয়ে দিল। নিজেকে চিনতে শিখলাম। সেই আমিটা আমার নতুন ভার্সন।’

আবারও প্রেমে মজেছেন জেনিফার। বলিউড অভিনেতা তানুজ ভিরওয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে বলছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। একসঙ্গে দুজন ‘কোড এম’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সেখান থেকেই প্রেমের শুরু। তানুজ ভিরওয়ানি বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয়ের সুবাধে পরিচিতি পেয়েছেন।

এই মাসে জেনিফারের ‘কোড এম’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। সাধারণ দর্শক থেকে সমালোচক—সবাই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত