Ajker Patrika

পানি ও বিদ্যুৎ-সংকটে ভোগান্তি চরমে

সবুর শুভ, চট্টগ্রাম
পানি ও বিদ্যুৎ-সংকটে ভোগান্তি চরমে

চট্টগ্রাম নগরীতে ওয়াসার পানির সংকট চলছে তিন মাসের বেশি সময় ধরে। এই নিয়ে প্রতিবাদ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে, কিন্তু সমাধান হয়নি। এর সঙ্গে এখন যোগ হয়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে এই দুই সংকটে নাভিশ্বাস অবস্থা চট্টগ্রামবাসীর।

স্থানীয় এবং ওয়াসা সূত্র বলেছে, চট্টগ্রাম ওয়াসার প্রতিদিনের পানির চাহিদা ৪৯ কোটি লিটার। ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ ৭৮ হাজার ৫৪২টি, বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। ৭৭০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে সংস্থাটি পানি সরবরাহ করে। কর্ণফুলী নদী থেকে এই পানি সংগ্রহ করা হয়। কিন্তু নদীর লবণাক্ততা বেড়ে যাওয়ায় পর্যাপ্ত পানি সংগ্রহ করা যাচ্ছে না। এর সঙ্গে যোগ হয়েছে শেওলার সমস্যা। পরিস্থিতি সামাল দিতে রেশনিং করে নগরীতে পানি সরবরাহ করছে ওয়াসা। এদিকে ওয়াসার সরবরাহ করা লবণাক্ত পানি পান করে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগ সূত্র বলেছে, চট্টগ্রামে ১ হাজার ৩৪১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর বিপরীতে গতকাল বুধবার বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে ১ হাজার ১৩৫ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার তুলনায় ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ হয়েছে। ফলে এদিন ঘন ঘন লোডশেডিং হয়েছে চট্টগ্রাম নগরীসহ পুরো চট্টগ্রামে।

পানির সংকট প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, চট্টগ্রাম ওয়াসার পানিতে লবণাক্ততা এখনো কমেনি। এর সঙ্গে গত মঙ্গলবার যোগ হয়েছে শেওলা। কর্ণফুলী নদীতে (যে স্থান থেকে পানি সংগ্রহ করা হয়) মঙ্গলবার আবার শেওলা জমে যাওয়ায় পরিশোধনের জন্য কাঙ্ক্ষিত পানি নেওয়া যায়নি। তিনি বলেন, লবণাক্ততা ও শেওলার কারণে বুধবার ৫ কোটি লিটার পানি কম উৎপাদন করতে হয়েছে। ভারী বৃষ্টি না হলে এই দুই সমস্যার সমাধান সম্ভব নয়।
চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আকবর হোসেন বলেন, গরমের কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। চট্টগ্রামে বুধবার বিদ্যুতের ঘাটতি ছিল ২০৬ মেগাওয়াট। এ কারণে লোডশেডিং হচ্ছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, প্রচণ্ড গরম, ওয়াসার পানিতে লবণাক্ততা ও লোডশেডিংয়ের কারণে চট্টগ্রামে নাগরিকদের ভোগান্তি এখন চরমে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আরও আন্তরিক না হলে এসব সমস্যার সমাধান সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত