নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩০০ টাকার টিকিট কেটে সরকারি হাসপাতালে অফিস-পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নেওয়া যাবে। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মিলবে এই সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি থাকবে ছোট-বড় অস্ত্রোপচার ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা। আদায় করা অর্থের একটি অংশ পাবেন বিশেষজ্ঞ চিকিৎসক, একটি অংশ পাবে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ এবং একটি অংশ যাবে রাষ্ট্রীয় কোষাগারে।
এ ধরনের নানা নিয়ম রেখে সারা দেশের সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস পরিচালনায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে ‘অফিস সময় পরবর্তী বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নীতিমালা-২০২৩’। এটি দেশের সব সরকারি (ইনস্টিটিউট, জেলা, উপজেলা পর্যায়ের) হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এটা নিয়ে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। খসড়া নীতিমালায় কোনো সংযোজন-বিয়োজন থাকলে সেটি সমাধানের চেষ্টা করা হবে। এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নীতিমালা প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ—স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে সভার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সভায় প্রস্তাবিত নীতিমালা নিয়ে আলোচনা হবে। এই সভায় নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হবে না। এ জন্য আরও একাধিক সভা করতে হতে পারে। তবে আগামী মার্চেই যেন এটি শুরু করা যায় সেই চেষ্টা থাকবে।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, এটি স্বল্পমেয়াদি হলে এক বছরের জন্য করা যেতে পারে। সে ক্ষেত্রে জেলা হাসপাতালে এই কার্যক্রম পরিচালিত হবে। মধ্যমেয়াদি হলে ৫০ শতাংশ উপজেলা ও ৫০ শতাংশ মেডিকেল কলেজ হাসপাতাল অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং দীর্ঘমেয়াদি হলে দেশের সব জেলা, উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম পরিচালিত হবে কমপক্ষে তিন বছরের জন্য।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালসমূহে জনগণ ৩০০ টাকার বিনিময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। টিকিট কেনার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে দুইবার পরামর্শ নিতে পারবেন। তবে টিকিট কেনার পর ৩০ দিন পার হলে আবার নির্ধারিত ফি দিয়ে টিকিট নিতে হবে। অস্ত্রোপচারের প্রয়োজনে সরকারি অপারেশন থিয়েটার ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে। এ ক্ষেত্রে হাসপাতালের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে ভর্তি হতে হবে।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, আগামী ১ মার্চ থেকে প্রায় এক শর মতো উপজেলা, জেলা ও টারশিয়ারি পর্যায়ে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস সেবা চালু করা হবে। ওই দিন নীতিমালার খসড়া প্রণয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে ১১ সদস্যাবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গত ১৭ জানুয়ারি বিএসএমএমইউতে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
৩০০ টাকার টিকিট কেটে সরকারি হাসপাতালে অফিস-পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নেওয়া যাবে। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মিলবে এই সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি থাকবে ছোট-বড় অস্ত্রোপচার ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা। আদায় করা অর্থের একটি অংশ পাবেন বিশেষজ্ঞ চিকিৎসক, একটি অংশ পাবে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ এবং একটি অংশ যাবে রাষ্ট্রীয় কোষাগারে।
এ ধরনের নানা নিয়ম রেখে সারা দেশের সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস পরিচালনায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে ‘অফিস সময় পরবর্তী বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নীতিমালা-২০২৩’। এটি দেশের সব সরকারি (ইনস্টিটিউট, জেলা, উপজেলা পর্যায়ের) হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এটা নিয়ে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। খসড়া নীতিমালায় কোনো সংযোজন-বিয়োজন থাকলে সেটি সমাধানের চেষ্টা করা হবে। এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নীতিমালা প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ—স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে সভার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সভায় প্রস্তাবিত নীতিমালা নিয়ে আলোচনা হবে। এই সভায় নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হবে না। এ জন্য আরও একাধিক সভা করতে হতে পারে। তবে আগামী মার্চেই যেন এটি শুরু করা যায় সেই চেষ্টা থাকবে।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, এটি স্বল্পমেয়াদি হলে এক বছরের জন্য করা যেতে পারে। সে ক্ষেত্রে জেলা হাসপাতালে এই কার্যক্রম পরিচালিত হবে। মধ্যমেয়াদি হলে ৫০ শতাংশ উপজেলা ও ৫০ শতাংশ মেডিকেল কলেজ হাসপাতাল অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং দীর্ঘমেয়াদি হলে দেশের সব জেলা, উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম পরিচালিত হবে কমপক্ষে তিন বছরের জন্য।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালসমূহে জনগণ ৩০০ টাকার বিনিময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। টিকিট কেনার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে দুইবার পরামর্শ নিতে পারবেন। তবে টিকিট কেনার পর ৩০ দিন পার হলে আবার নির্ধারিত ফি দিয়ে টিকিট নিতে হবে। অস্ত্রোপচারের প্রয়োজনে সরকারি অপারেশন থিয়েটার ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে। এ ক্ষেত্রে হাসপাতালের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে ভর্তি হতে হবে।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, আগামী ১ মার্চ থেকে প্রায় এক শর মতো উপজেলা, জেলা ও টারশিয়ারি পর্যায়ে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস সেবা চালু করা হবে। ওই দিন নীতিমালার খসড়া প্রণয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে ১১ সদস্যাবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গত ১৭ জানুয়ারি বিএসএমএমইউতে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪