Ajker Patrika

নুডলস হলো পাখির বাসা

রিক্তা রিচি, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১১: ২৯
নুডলস হলো পাখির বাসা

জেরির রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না। সে চায় ভিন্ন কিছু। ওর মা ভীষণ ভাবনায় পড়ে গেলেন। তারপর তিনি কী করেছেন, জানো? নুডলস ও মিটবল দিয়ে জেরিকে বানিয়ে দিয়েছেন পাখির বাসা। কীভাবে করেছেন বলছি।

প্রথমে মিটবল বানিয়েছেন মা। মিটবল বানাতে লেগেছে মাটন কিমা ২ কাপ, চিজ ১ চা-চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়ো ১ চা-চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, ডিম ১টি। কিমার সঙ্গে তেল, টমেটো সস ও চিজ ছাড়া বাকি উপকরণগুলো মেখে নিয়েছেন।

এই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে বলের আকারে গড়েছেন। এবার একটি পাত্রে অলিভ অয়েল গরম করে এতে টমেটো সস দিয়ে মিটবলগুলো ভালো করে ভেজেছেন। চাইলে মাইক্রোওয়েভেও ১৮০ ডিগ্রি তাপে ৫-৬ মিনিট রান্না করা যায়। মিটবল হয়ে এলে সেগুলো আলাদা করে তুলে রেখেছেন মা। এ পর্যায়ে নুডলস রান্না করেছেন।

এখনো শেষ হয়নি। নুডলস রান্না হয়ে গেলে একটি পাত্রে মা প্রথমে গোল করে নুডলস সাজিয়েছেন। নুডলসের মাঝ বরাবর ফাঁকা করে সেখানে দুটি মিটবল বসিয়েছেন। মিটবলগুলোর সামনের দিকে কালো আঙুর দিয়ে চোখ এবং কমলার খোসা কেটে ঠোঁট বানিয়েছেন। সবশেষে গাছের ডাল বোঝানোর জন্য কয়েকটি ধনেপাতা দিয়েছেন। তুমি চাইলে পেঁয়াজপাতা কিংবা পছন্দের সবজির কাণ্ড বা ডালও দিয়ে দিতে পারো। বুঝতে অসুবিধা হলে, পাখির বাসার ছবিটা ভালো করে দেখে নাও। সহজে বুঝে যাবে। এবার গপাগপ খেয়ে নাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত