Ajker Patrika

ফুলবাড়ীতে কমছে সবজির দাম, বেড়েছে মাছ-মুরগির

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) 
ফুলবাড়ীতে কমছে সবজির দাম, বেড়েছে মাছ-মুরগির

দিনাজপুরের ফুলবাড়ীতে উৎপাদন ও সরবরাহ বাড়ায় বাজারে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। তবে বেড়েছে মাছ ও মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দর।

ফুলবাড়ী বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে। কোনো কোনো সবজির দাম অর্ধেকে নেমেছে।

বর্তমানে প্রতি কেজি গুটি লাল আলু ২৫ টাকা, সাদা আলু ১৫, কাঁচা মরিচ ৩০, গাজর ৪০, পেঁয়াজ ৩০, শিম ২০, মুলা ১০, করলা ৪০, বেগুন ১০, বরবটি ১৫, টমেটো ৫০ ও শসা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি ফুলকপি ১৫ টাকা, বাঁধাকপি ১০, লাউ ২০ ও প্রতি আঁটি পালংশাক ২ টাকায় পাওয়া যাচ্ছে।

সবজি বিক্রেতা শাহাজামাল বলেন, স্থানীয়ভাবে পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহ থাকায় সবজির দাম কমছে। প্রথম দিকে দাম একটু বেশি থাকলেও এখন ক্রেতাদের নাগালের মধ্যেই আছে।

তবে চাষি আব্দুল করিম বলেন, এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অর্ধেক কমেছে। এভাবে কমতে থাকে লোকসান গুনতে হবে।উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, কৃষক যে মূল্য পাচ্ছেন, এতে লোকসান হওয়ার কথা নয়। তবে যাঁরা আগাম চাষ করেছেন, তাঁরা বেশি লাভবান হয়েছেন।

এদিকে বাজারে অপরিবর্তিত অবস্থায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ ও খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মাংস ব্যবসায়ী মোস্তাফিজুর বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি। তাই অন্য খরচ মিটিয়ে সাধারণ মানুষ মাংস খুব একটা কিনছেন না। তাই আগের দামই রয়েছে।’

মাছ ব্যবসায়ী রুহুল আমিন জানান, শীতে সরবরাহ কম থাকায় মাছের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। প্রকার ভেদে বিভিন্ন মাছে দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।

মুরগি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, খাবারের দাম বেশি হওয়ায় মুরগির দাম বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার ১৩০ থেকে বেড়ে ১৪০ ও সোনালি ২২০ থেকে বেড়ে ২৪০ টাকা হয়েছে। দেশি মুরগি কেজিতে ৩৩০ থেকে বেড়ে ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মুরগির ডিম প্রতি হালি ৪০ টাকা থেকে কমে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ী সুমন জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

এলাকার খবর
Loading...