Ajker Patrika

১৩ পদে সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১০: ০৭
Thumbnail image

চেয়ারম্যান, সদস্য কিংবা সংরক্ষিত নারী সদস্য—কোনো পদেই প্রতিদ্বন্দ্বী নেই। ১৩টি পদের সব কটিতে একক প্রার্থী হওয়ায় ভোটও হচ্ছে না এক ইউনিয়ন পরিষদে (ইউপি)। স্থানীয় সরকার নির্বাচনে এই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপিতে।

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল উপজেলার ৩৩টি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হোসেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ১১ নভেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদে একক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ফলে এ ইউনিয়নে আর নির্বাচন অনুষ্ঠিত হবে না।

কোনো প্রার্থী না থাকায় ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নয়জন সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন।

সংরক্ষিত নারী সদস্য পদে জয়ীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে আসমা আক্তার (মধ্যনগর, ডোমরাকান্দি, কাঞ্চনপুর ও মাছিমনগর), ২ নম্বর ওয়ার্ডে আমেনা খাতুন (ছয়ফুল্লাকান্দি, ভেলানগর, দড়িভেলানগর ও বালুয়াকান্দি) এবং ৩ নম্বর ওয়ার্ডে মিনা আক্তার (ফতেপুর, শরীফপুর ও পাড়াতলী)।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে নাজিম উদ্দিন (মধ্যনগর), ২ নম্বর ওয়ার্ডে কবির হোসেন (ডোমরাকান্দি), ৩ নম্বর ওয়ার্ডে শাহজালাল সরকার (কাঞ্চনপুর-মাছিমনগর), ৪ নম্বর ওয়ার্ডে অরুন মিয়া (বালুয়াকান্দি-ভেলানগর প্রথমাংশ), ৫ নম্বর ওয়ার্ডে বিপ্লব মিয়া (বালুয়াকান্দি-ভেলানগর দ্বিতীয় অংশ), ৬ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম (ছয়ফুল্লাকান্দি-দড়িভেলানগর), ৭ নম্বর ওয়ার্ডে আহাদ আলী (ফতেপুর-শরীফপুর), ৮ নম্বর ওয়ার্ডে মো. মজনু মিয়া (পাড়াতলী প্রথম অংশ) এবং ৯ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান (পাড়াতলী দ্বিতীয় অংশ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত