Ajker Patrika

শ্রম-ঘামের দাম না পাওয়ার আক্ষেপ

হাসান মাতুব্বর (শ্রাবণ) ফরিদপুর
Thumbnail image

ফরিদপুরে এ বছর সবচেয়ে বেশি আবাদ হয়েছে বেগুন, মিষ্টিকুমড়া ও ঢ্যাঁড়সের। এসব সবজি স্থানীয় পর্যায়ে চাহিদা মিটিয়ে পাঠানো হয় ঢাকায়ও। কিন্তু এই তিন সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকেরা। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তাঁরা। এ ছাড়া মিষ্টিকুমড়ার দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক চাষি। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ খরিফ-১ মৌসুমে ৪০৪ হেক্টর জমিতে বেগুনের আবাদ করা হয়েছে। এসব জমিতে বেগুন উৎপাদন হয়েছে প্রায় ১২ হাজার ৩৮৩ টন। সদর উপজেলার হাজীডাঙ্গি এলাকার কৃষক মোনসের পোদ্দার জানান, তাঁদের থেকে ব্যাপারীরা এক মণ বেগুন ৫০০-৮০০ টাকায় নিয়ে থাকেন। তাতে কেজিপ্রতি ১২-২০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কিন্তু জেলা শহরের বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি করতে দেখা যায় ৪০-৫০ টাকায়। 

অন্যদিকে জেলায় চলতি মৌসুমে ১৯৮ হেক্টরে মিষ্টিকুমড়ার আবাদ করা হয়েছে। এতে ৪ হাজার ৯১০ টন উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। গতকাল বৃহস্পতিবার ছুরমান মোল্যা নামের এক কৃষক বলেন, ‘ব্যাপারীদের কাছে প্রতি পিস কুমড়া ৬০ টাকায় বিক্রি করি। প্রতিটি কুমড়া ৩ থেকে ৬ কেজি ওজনের হবে। এ দামে বিক্রি করলে লাভ কম হয়। আবার আকারে ছোটগুলো ৩০-৪০ টাকায় বিক্রি করতে হয়। সব মিলিয়ে বর্তমানে যে দাম পাচ্ছি, তাতে লাভের মুখ দেখা কষ্ট।’ 

এদিকে এ বছর প্রায় ২৬৯ হেক্টরে ঢ্যাঁড়সের চাষ হয়েছে। আর উৎপাদন হয়েছে ৩ হাজার ৪৭০ টন। হায়দার মোল্যা নামের এক কৃষক জানান, ব্যাপারীরা ৩০-৩৫ টাকা কেজি দরে ঢ্যাঁড়স কিনে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত