Ajker Patrika

হবিগঞ্জ-৪: জয়ের ফ্যাক্টর চা-বাগান

সহিবুর রহমান, হবিগঞ্জ
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৪: ২৩
হবিগঞ্জ-৪: জয়ের ফ্যাক্টর চা-বাগান

মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে সংসদীয় আসন হবিগঞ্জ-৪। চা-বাগান অধ্যুষিত আসনটিতে ভোটারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। স্বাধীনতার পর থেকে গত ১১টি সংসদ নির্বাচনের আটবারই আওয়ামী লীগ জয় পেয়েছে এখানে।

এবারের নির্বাচনে এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীক নিয়ে। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ভোটব্যাংক হিসেবে পরিচিত চা-বাগান। বাগানের একচেটিয়া ভোটের কারণেই মূলত আসনটি আওয়ামী লীগ পেয়ে থেকে। তবে এবার ব্যারিস্টার সুমন চা-বাগানগুলোতে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি তাঁদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ও ফুটবলের মাধ্যমে চা-বাগানে জনপ্রিয়তা অর্জন করেছেন।

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের ভোটের অধিকার দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা আমাদের সুখে-দুঃখে পাশে আছেন। তাই আমাদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।’

চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল বলেন, ‘চা-বাগানে সব সময় নৌকা নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়। তবে এবার ব্যারিস্টার সুমনের পক্ষেও ভোট যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বনশ্রীতে নারীকে হেনস্তা–মারধরের অভিযোগ, গ্রেপ্তার ৩

ট্রাম্পের শুল্কে ৫ বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ট্রাম্প আরোপিত শুল্কের সুযোগ নিয়ে মার্কিন তৈরি পোশাকের বাজারে বাংলাদেশকে হটাতে চায় ভারত

ছুটি চাওয়ায় বান্দরবানে বদলির হুমকি, কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত