Ajker Patrika

ভাঙনের ঝুঁকিতে জমি ও ভিটা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ভাঙনের ঝুঁকিতে জমি ও ভিটা

বগুড়ার ধুনট উপজেলায় ইছামতী নদীতে খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। উপজেলার সুলতান হাটা গ্রামের বালু ব্যবসায়ী ও ড্রেজারমালিক রায়হান আলী অবাধে এই বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।    

উপজেলার চিকাশি ইউনিয়নের ছোট চাপড়া পশ্চিমপাড়া এলাকায় ইছামতী নদী থেকে এক সপ্তাহ ধরে এভাবে বালু তোলা হচ্ছে। নদীর গভীর থেকে অব্যাহতভাবে বালু তোলার কারণে ভাঙনের ঝুঁকিতে পড়েছে নদীতীরবর্তী আবাদি জমি ও বসতভিটা।

গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার ছোট চাপড়া গ্রামের পশ্চিম পাশ দিয়ে ইছামতী নদী বহমান। নদীর পশ্চিম পাশে মাজবাড়ি গ্রাম। ছোট চাপড়া পশ্চিমপাড়া গ্রামে ইছামতী নদীর মাঝে প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে খননযন্ত্র বসানো হয়েছে। তিনজন শ্রমিক সেখানে কাজ করছেন। খননযন্ত্র দিয়ে নদীর তলদেশ থেকে বালু তোলা হচ্ছে। পাইপ দিয়ে এসব বালু ফেলা হচ্ছে ছোট চাপড়া গ্রামের হাসেন সরকারের বাড়ির আঙিনার পুকুরে।

বালুশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এক সপ্তাহ ধরে সেখান থেকে বালু তুলছেন। আরও তিন-চার দিন তুলবেন। বর্তমানে নদীর পানি কমতে শুরু করেছে। ফলে নদীতে স্রোত বেড়ে তীরবর্তী আবাদি জমি ও বসতভিটা ভাঙনের শিকার হচ্ছে। অবাধে বালু তোলায় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, নদীর যেখান থেকে বালু তোলা হচ্ছে, তার ৩০ মিটার দূরেই তাঁর বসতবাড়ি রয়েছে। ইতিমধ্যেই বালু তোলার স্থানে ভাঙন শুরু হয়েছে। এতে যেকোনো সময় ওই বসতবাড়ি নদীর ভাঙনের শিকার হতে পারে। এ ছাড়া বিবদমান স্থান থেকে জোর করে বালু তোলা হচ্ছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ড্রেজারমালিক রায়হান আলী জানান, স্থানীয় এক ব্যক্তির অনুরোধে নদী থেকে বালু তুলে তাঁর পুকুর ভরাট করা হচ্ছে। এতে নদীভাঙনের কোনো আশঙ্কা নেই। তবে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি শুনেছি। এসএসসি পরীক্ষা চলছে, সেখানে দায়িত্বে রয়েছি। পরীক্ষা শেষ হলে অভিযান চালানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত