Ajker Patrika

কমিটি হলেও বিদ্যুৎ আসেনি টেনিসে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২২, ১১: ৫৩
Thumbnail image

ঘটা করে নির্বাচনের পর টেনিস ফেডারেশনে ফিরেছিল আশা। কিন্তু টেনিস এখনো ডুবে আছে সেই অন্ধকারে। গত এক মাসের বেশি সময় বিদ্যুৎ নেই রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে।

জানা গেছে, ৩২ লাখ টাকা বিল বকেয়া থাকায় গত ১২ জুন বিচ্ছিন্ন করা হয় টেনিস কমপ্লেক্সের বিদ্যুৎ-সংযোগ। বিচ্ছিন্ন করার সময় টেনিসে ছিল না কোনো নির্বাচিত কমিটি। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ চেষ্টা করেছিলেন বকেয়া বিলের কিছু অংশ পরিশোধ করে সংযোগ চালু রাখার। কিন্তু সে চেষ্টা বৃথা। গত ২৬ জুন নির্বাচিত কমিটি আসার পরও রাতে অন্ধকারে ডুবে থাকে টেনিস কমপ্লেক্স।

নতুন কমিটির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎহীন টেনিস কমপ্লেক্স। কয়েক বছরের অনিয়মের কারণে আজ টেনিসে বিদ্যুৎ নেই বলে জানালেন ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘বহু বছরের অযত্নের ফল এটি। বহুদিন নির্বাচন না থাকায় বিল জমতে জমতে আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে। বিশাল একটা বোঝা মাথায় নিয়ে আমি দায়িত্বে এসেছি।’

নিজের অর্থে ফেডারেশনের জন্য জেনারেটর কিনেছেন বলে জানালেন হায়দার। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ পাওয়া যায় দুই-তিন ঘণ্টার মতো। এই সময়ের মধ্যেই সারতে হয় ফেডারেশনের দাপ্তরিক কাজকর্ম, মোটরের মাধ্যমে তুলতে হয় পানি। ফেডারেশনের ৯টি কক্ষ ভাড়া দেওয়া আছে কয়েকটি প্রতিষ্ঠানের কাছে। এসব প্রতিষ্ঠান ঠিকমতো ভাড়া পরিশোধ না করায় বিদ্যুতের সঙ্গে পানির বিলও বকেয়া পড়ে আছে বলে জানালেন হায়দার। একাধিকবার তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলোকে সরানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভাতেই বিদ্যুৎ ফেরানো এবং এসব ভাড়াটিয়া সরানোর দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত