নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘটা করে নির্বাচনের পর টেনিস ফেডারেশনে ফিরেছিল আশা। কিন্তু টেনিস এখনো ডুবে আছে সেই অন্ধকারে। গত এক মাসের বেশি সময় বিদ্যুৎ নেই রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে।
জানা গেছে, ৩২ লাখ টাকা বিল বকেয়া থাকায় গত ১২ জুন বিচ্ছিন্ন করা হয় টেনিস কমপ্লেক্সের বিদ্যুৎ-সংযোগ। বিচ্ছিন্ন করার সময় টেনিসে ছিল না কোনো নির্বাচিত কমিটি। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ চেষ্টা করেছিলেন বকেয়া বিলের কিছু অংশ পরিশোধ করে সংযোগ চালু রাখার। কিন্তু সে চেষ্টা বৃথা। গত ২৬ জুন নির্বাচিত কমিটি আসার পরও রাতে অন্ধকারে ডুবে থাকে টেনিস কমপ্লেক্স।
নতুন কমিটির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎহীন টেনিস কমপ্লেক্স। কয়েক বছরের অনিয়মের কারণে আজ টেনিসে বিদ্যুৎ নেই বলে জানালেন ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘বহু বছরের অযত্নের ফল এটি। বহুদিন নির্বাচন না থাকায় বিল জমতে জমতে আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে। বিশাল একটা বোঝা মাথায় নিয়ে আমি দায়িত্বে এসেছি।’
নিজের অর্থে ফেডারেশনের জন্য জেনারেটর কিনেছেন বলে জানালেন হায়দার। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ পাওয়া যায় দুই-তিন ঘণ্টার মতো। এই সময়ের মধ্যেই সারতে হয় ফেডারেশনের দাপ্তরিক কাজকর্ম, মোটরের মাধ্যমে তুলতে হয় পানি। ফেডারেশনের ৯টি কক্ষ ভাড়া দেওয়া আছে কয়েকটি প্রতিষ্ঠানের কাছে। এসব প্রতিষ্ঠান ঠিকমতো ভাড়া পরিশোধ না করায় বিদ্যুতের সঙ্গে পানির বিলও বকেয়া পড়ে আছে বলে জানালেন হায়দার। একাধিকবার তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলোকে সরানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভাতেই বিদ্যুৎ ফেরানো এবং এসব ভাড়াটিয়া সরানোর দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ঘটা করে নির্বাচনের পর টেনিস ফেডারেশনে ফিরেছিল আশা। কিন্তু টেনিস এখনো ডুবে আছে সেই অন্ধকারে। গত এক মাসের বেশি সময় বিদ্যুৎ নেই রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে।
জানা গেছে, ৩২ লাখ টাকা বিল বকেয়া থাকায় গত ১২ জুন বিচ্ছিন্ন করা হয় টেনিস কমপ্লেক্সের বিদ্যুৎ-সংযোগ। বিচ্ছিন্ন করার সময় টেনিসে ছিল না কোনো নির্বাচিত কমিটি। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ চেষ্টা করেছিলেন বকেয়া বিলের কিছু অংশ পরিশোধ করে সংযোগ চালু রাখার। কিন্তু সে চেষ্টা বৃথা। গত ২৬ জুন নির্বাচিত কমিটি আসার পরও রাতে অন্ধকারে ডুবে থাকে টেনিস কমপ্লেক্স।
নতুন কমিটির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎহীন টেনিস কমপ্লেক্স। কয়েক বছরের অনিয়মের কারণে আজ টেনিসে বিদ্যুৎ নেই বলে জানালেন ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘বহু বছরের অযত্নের ফল এটি। বহুদিন নির্বাচন না থাকায় বিল জমতে জমতে আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে। বিশাল একটা বোঝা মাথায় নিয়ে আমি দায়িত্বে এসেছি।’
নিজের অর্থে ফেডারেশনের জন্য জেনারেটর কিনেছেন বলে জানালেন হায়দার। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ পাওয়া যায় দুই-তিন ঘণ্টার মতো। এই সময়ের মধ্যেই সারতে হয় ফেডারেশনের দাপ্তরিক কাজকর্ম, মোটরের মাধ্যমে তুলতে হয় পানি। ফেডারেশনের ৯টি কক্ষ ভাড়া দেওয়া আছে কয়েকটি প্রতিষ্ঠানের কাছে। এসব প্রতিষ্ঠান ঠিকমতো ভাড়া পরিশোধ না করায় বিদ্যুতের সঙ্গে পানির বিলও বকেয়া পড়ে আছে বলে জানালেন হায়দার। একাধিকবার তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলোকে সরানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভাতেই বিদ্যুৎ ফেরানো এবং এসব ভাড়াটিয়া সরানোর দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৩ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪