Ajker Patrika

তথ্যচিত্রে গারো নারী বীর মুক্তিযোদ্ধা

তথ্যচিত্রে গারো নারী বীর মুক্তিযোদ্ধা

লোকচক্ষুর অন্তরালে থাকা একদল গারো নারী বীর মুক্তিযোদ্ধার যুদ্ধ ও জীবনের গল্প নিয়ে তথ্যচিত্র বানিয়েছেন শরিফুল ইসলাম পলাশ। ‘আচিক’ নামের ৪০ মিনিটের এ তথ্যচিত্র মুক্তি পাবে বিজয় দিবসে।

জানা গেছে, ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরের ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন নিরঞ্জন সিংহ চৌহানের গড়া কমলা ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছিলেন একদল গারো নারী। আহত মুক্তিযোদ্ধাদের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে অস্ত্র পরিচালনা—সবই করেছেন তাঁরা। ১৫ সদস্যের এ দলটির নেতৃত্ব দিয়েছেন মল্লিকা ঘাগ্রা। সেই বীর নারীদের একজন তুষি হাগিদক। তিনি এখন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা। তাঁর জবানিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জানা-অজানা গল্প। এ প্রামাণ্য চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের অজানা দিক উন্মোচন করবে বলে আশা করছেন নির্মাতা।

‘আচিক’ প্রামাণ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন গারো ভাষার কবি মতেন্দ্র মানখিন। নির্মাতা শরিফুল ইসলাম পলাশ বলেন, ‘প্রায় তিন বছরের বেশি সময় ধরে আমরা কাজটা করছি। স্বাধীনতার এত বছর পর কাজটি করা মোটেও সহজসাধ্য ছিল না। এর মধ্য দিয়ে এই বীর নারীদের স্বীকৃতির পথটি সুগম হবে বলে আমার বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত