Ajker Patrika

শীত বাড়লেও পুরোনো শীতবস্ত্রের ক্রেতা নেই

বানারীপাড়া প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ৪৩
শীত বাড়লেও পুরোনো শীতবস্ত্রের ক্রেতা নেই

শীতে কাঁপছে দেশ। এই শীতে দরিদ্র মানুষজন শীতবস্ত্র কেনেন মূলত ফুটপাতের কিংবা পুরোনো কাপড় কেনাবেচার দোকানগুলো থেকে। কিন্তু বানারীপাড়ায় এ ধরনের দোকানের অধিকাংশ ব্যবসায়ী জানিয়েছেন, ক্রেতার অভাবে বিপাকে পড়েছেন তাঁরা।

জানা যায়, বানারীপাড়া উপজেলা শহরে শীতবস্ত্র বেচাকেনার জন্য বিভিন্ন মোড়ে ও অলিগলিতে দোকান আছে কমপক্ষে ২০টি। দোকানদারেরা জানান, এ বছর শীতবস্ত্র বেচাকেনা নেই বললেই চলে।

ফুটপাতে শীতবস্ত্র বিক্রি করেন সুটিয়াকাঠী গ্রামের মো. দুলাল মিয়া। তিনি বলেন, ‘৩০ বছরের বেশি ধরে বানারীপাড়ায় ফুটপাতে ব্যবসা করছি। কিন্তু এবারের মতো এত খারাপ বেচাবিক্রি কখনো হয়নি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রি করেছি মাত্র ৩০০ টাকার। এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোয় কী হবে জানি না।’

মো. দুলাল মিয়া আরও জানান, পুরোনো মালের বস্তা অন্য বছরের চেয়ে এবার বেশি দামে কিনতে হচ্ছে। প্রত্যেক গাইটের (বান্ডিল) মূল্য ১২-১৫ হাজার এমনকি ২০ হাজার টাকারও বেশি পড়ে।

এ ছাড়াও বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা দোকান খুলে বসলেও বেচাবিক্রি নেই বললেই চলে। দোকানদারদের অনেকেই বলছেন, করোনার কারণে অনেকে ভয়ে পুরোনো পোশাক কিনছেন না। আবার অনেকের কাছে দাম একটু বাড়ায় এ ধরনের পোশাক কেনার টাকাও নেই।

বানারীপাড়া বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান বলেন, ‘একসময় বানারীপাড়া বন্দরবাজারে পুরোনো বস্ত্রের ব্যবসা জমজমাট ছিল। করোনাকালীন এই পরিস্থিতিতে পুরোনো পোশাক কিনলেও ভালো করে ধুয়ে জীবাণুনাশক দিয়ে ব্যবহার করা উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত