Ajker Patrika

সরকারি পুরোনো বই বিক্রি শিক্ষা কর্মকর্তাকে শোকজ

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫: ৩৩
সরকারি পুরোনো বই বিক্রি শিক্ষা কর্মকর্তাকে শোকজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫ লাখ টাকা দামের সরকারি পুরোনো বই গোপনে মাত্র সাড়ে ২৭ হাজার টাকায় বিক্রি দেখিয়েছেন শিক্ষা কর্মকর্তা এইচএম মাহবুবুল ইসলাম। খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তাঁকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার ইউএনওর কার্যালয় থেকে শোকজের বিষয়টি জানানো হয়। এর আগে সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচএম মাহবুবুল ইসলামকে শোকজ করা হয়।

এ বিষয়ে তাঁর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করলে শিক্ষা কর্মকর্তা এইচএম মাহবুবুল ইসলাম মোবাইল ফোন ধরেননি।

ইউএনও মোছা. রোকসানা বেগম বলেন, বইগুলো বিক্রির ঘটনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫ লাখ টাকার পুরোনো বই গোপনে সাড়ে ২৭ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠে। গত রোববার দুপুরে সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাব-রেজিস্ট্রার অফিস ভবনের স্টোর রুম ও অন্য গুদাম থেকে বইগুলো একাধিক ট্রাকে তোলার সময় ঘটনাটি জানা জানি হয়। এ সময় বেশ কিছু শ্রমিক গুদাম থেকে পুরোনো বইগুলো ট্রাকে তুলছিলেন। জানতে চাইলে বই নিতে আসা দুই ব্যবসায়ী বলেন, ২০১৬ থেকে ২০২০ শিক্ষাবর্ষের পুরোনো বই ১ লাখ ৩৫ হাজার টাকায় নিলামে কিনেছেন। তাঁদের ভাষ্যমতে, গত ১৬ জানুয়ারি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দিশা ট্রেডার্সের কাছে ৩-৪টি গুদামের সংরক্ষিত বইগুলো বিক্রির সিদ্ধান্ত হয়। অথচ এসব বইয়ের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকার বেশি হবে বলে দাবি সচেতন মানুষদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত