Ajker Patrika

অ্যাম্বুলেন্সে বাবার লাশ, টাকার দ্বন্দ্বে সন্তানেরা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১২: ১৯
অ্যাম্বুলেন্সে বাবার লাশ, টাকার দ্বন্দ্বে সন্তানেরা

বাবার মৃত্যুর পর সন্তানেরা শোকাহত থাকবেন। পরম যত্নে বাবাকে দাফন করবেন। তাঁর জন্য দোয়া করবেন। একজন বাবা তাঁর সন্তানদের কাছে এতটুকুই তো আশা করেন। কিন্তু চট্টগ্রামের কর্ণফুলীতে মনির আহমদ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যুর পর ছেলেমেয়েদের শোক প্রকাশ তো দূরে থাক, ‘সময়মতো’ দাফনও পাননি।

চাকরির অবসর ভাতার টাকা ভাগাভাগি নিয়ে তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্স সড়কের পাশে রেখে গত শনিবার রাতে বিরোধে জড়ান সন্তানেরা। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মনির আহমদের মরদেহ দাফন হয়নি।

ঘটনাটি ঘটেছে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানি বাপের বাড়িতে। মনির আহমদ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। বাবাকে নিয়ে সন্তানদের এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

মৃত মনির আহমদের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন পদ্মা অয়েল কোম্পানিতে চাকরি করেন। অবসর গ্রহণের পর ক্যানসারে আক্রান্ত হন। আমার মেজো বোন বেবি আকতার আমার বাবাকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়ার নাম করে ব্যাংকে নিয়ে ৩০ লাখ টাকা তুলে নেন। আমার ছোট ভাই সৌদিপ্রবাসী আলমগীর দেশে আসার জন্য রওনা হয়েছে। সে আসার পর টাকার সমঝোতার পর বাবার দাফন করা হবে।’

স্থানীয়রা জানান, মনির আহমদের অবসরের টাকা-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ছেলে, তিন মেয়ের মধ্যে মেজো মেয়ে বেবি আকতারের সঙ্গে অন্য ভাইবোনের বিরোধ চলছিল। শনিবার মনির আহমদ মারা যাওয়ার পর এ নিয়ে গতকাল সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকও করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন বলেন, ‘মনির আহমদের অবসরের টাকা সন্তানদের একজনে ব্যাংক থেকে তুলে নিয়েছেন বলে অভিযোগ তুলে অন্যরা দ্বন্দ্বে জড়ান। মরদেহবাহী অ্যাম্বুলেন্স এখনো সড়কে রয়েছে।’

তবে বেবি আকতার অভিযোগটি অস্বীকার করে বলেন, ‘আমার বাবার অবসরের কোনো টাকা ক থেকে উত্তোলন করিনি। তাঁদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’

মনির আহমদের ছোট মেয়ে লিপি আকতার বলেন, ‘অবসরের টাকার বিষয়ে আমরা কিছুই জানি না। বাবা মারা যাওয়ার পর থেকে অবসরের টাকার বিষয় তুলে তাঁরা মরদেহ দাফন করতে দিচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত