Ajker Patrika

হালনাগাদ তথ্য নেই অনেক কোম্পানির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২২, ১৫: ১১
হালনাগাদ তথ্য নেই অনেক কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির ওয়েবসাইটে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। সেখানে সর্বশেষ বছরের নিরীক্ষিত প্রতিবেদন থাকে না। বার্ষিক প্রতিবেদন পাওয়া যায় না; যে কারণে হালনাগাদ ও পূর্ণাঙ্গ তথ্য বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

গতকাল রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মিলনায়তনে আয়োজিত ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের এবং মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আব্দুল্লাহ।

শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, কয়েক দফা চিঠি দিয়ে ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করার তাগিদ দেওয়া হলেও অনেক কোম্পানি তাতে সাড়া দেয়নি। তথ্যের গুরুত্ব বিবেচনা করে স্বল্পতম সময়ের মধ্যে কোম্পানির ওয়েবসাইটে তথ্য হালনাগাদ, বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সন্নিবেশ করা হয়েছে।

বিএসইসির দায়িত্ব ও ক্ষমতার প্রয়োগ বিষয়ে তিনি বলেন, বিএসইসি নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কঠোর ব্যবস্থা নিতে পারে। কিন্তু বিনিয়োগ ও ব্যবসার কথা চিন্তা করে কারও বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে এটি সবাইকে মনে রাখতে হবে যে প্রয়োজনে কঠোর হতে বাধ্য হবে বিএসইসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত