Ajker Patrika

‘ত্রাণ নয়, বাঁধ চাই ’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫: ৪৩
‘ত্রাণ নয়, বাঁধ চাই ’

পটুয়াখালীর কলাপাড়ায় ‘ত্রাণ নয়, বাঁধ চাই’—এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের ভেঙে যাওয়া চান্দুপাড়া বাঁধের কালা মিয়ার স্লুইসগেটের ওপর এ মানববন্ধনে অংশ নেন শত শত নারী-পুরুষ। এ সময় রাবনাবাদ নদী ভাঙনে বিলীন চান্দুপাড়া বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

জানা গেছে, গত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর বৃষ্টি হলেই ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করে এ এলাকায়। ফলে লালুয়া ইউপির চাড়িপাড়া, চান্দুপাড়া, চর চান্দুপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, বড় পাঁচনং, ছোট পাঁচ নং ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট।

এলাকাবাসীর দাবি, অনেক বছর ধরে ভাঙা এই বাঁধের কারণে এই ইউনিয়নের বেশ কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর আগে এ জলাবদ্ধতার মধ্যে রাস্তা ও সাঁকো পার হতে গিয়ে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়। এ ছাড়া বাঁধ না থাকায় জোয়ারে পানি বাড়লেই প্রায় ১২০০ একর ফসলি জমি তলিয়ে যায়। এ বছর আমন চাষাবাদ শুরু হলেও গত ১৫ দিনের স্থায়ী জলাবদ্ধতায় প্রায় এক শ একর জমির বীজতলা নষ্ট হয়ে গেছে।

এলাকাবাসী দাবি করেন, তাঁরা ত্রাণ চান না। চান, চর চান্দুপাড়া গ্রামের ভাঙা বাঁধটি অতি দ্রুত মেরামত করা হোক। পাশাপাশি পানির চাপে ভেঙে পরা চান্দুপাড়া গ্রামের স্লুইস গেটটি সংস্কার করা হোক। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

চান্দুপাড়া গ্রামের ইউপি সদস্য মাসুদ হাওলাদার জানান, চান্দুপাড়া বাঁধের বর্তমানে ১৮টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগামী অমাবস্যার জোয়ারে পানি বাড়লেই এ ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’

রেডিট পোস্টের জেরে মধ্যরাতে উত্তাল বুয়েট, ছাত্রকে বহিষ্কারের পর মামলা

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সেনানিবাসের সাবজেলেই রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে: কারা মহাপরিদর্শক

প্রবাসীর স্ত্রীকে বেঁধে মারধর, সালিসে তালাক নিয়ে আরেকজনের সঙ্গে বিয়ে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ