Ajker Patrika

৩ আমলের দলিলই জাল করতেন তাঁরা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
৩ আমলের দলিলই জাল করতেন তাঁরা

নীলফামারীর ডিমলায় ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ আমলের দলিল জাল করা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের গতকাল শুক্রবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. মাজেদুল ইসলাম ও রফিকুল ইসলাম ভুট্টু। তাঁদের কাছ থেকে শতাধিক সরকারি স্ট্যাম্প ও দলিল জাল করার উপকরণ জব্দ করা হয়। তাঁদের কাছে বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাল সই-সংবলিত দুই শতাধিক সিল পাওয়া গেছে।

পুলিশ জানায়, চক্রটির কাছে শতাব্দী পুরোনো ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সরকারের ২৫ পয়সা থেকে শুরু করে বিভিন্ন মূল্যমানের দলিল তৈরির স্ট্যাম্পসহ সবই ছিল।

গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাজেদুল ও ভুট্টুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষায়, এ দুজন ভয়ংকর প্রতারক। তাঁরা এসব স্ট্যাম্প ব্যবহার করে ভুয়া দলিল বানিয়ে নিরীহ মানুষ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ।

ডিমলা থানার পরিদর্শক বিশ্বদেব রায় বলেন, সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে উপজেলার সর্দার হাট গ্রাম থেকে মাজেদুলকে গ্রেপ্তার ও আলামত জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, পরে উত্তর তিতপাড়া এলাকা থেকে ভুট্টুকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বদেব রায় জানান, অভিযুক্ত দুজন দীর্ঘদিন ধরে বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে গুরুত্বপূর্ণ সরকারি স্ট্যাম্প থেকে লেখা ও চিহ্ন তুলে ফেলে জাল দলিল তৈরি করে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অব্যবহৃত অথবা লেখা ও চিহ্ন তুলে ফেলা স্ট্যাম্প তাঁরা টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠান বা ভূমি জবরদখলকারী চক্রের কাছে বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ভুট্টু পুরোনো দলিল সংগ্রহ করে কাগজের লেখা বা চিহ্ন রাসায়নিক পদার্থ দিয়ে তুলে ফেলার কাজে বিশেষ পারদর্শী মাজেদুলের কাছে দিতেন। পরে তাঁরা মাজেদুলের বাড়িতে জাল দলিল তৈরি করতেন। তাঁরা একটি জাল দলিল সিন্ডিকেটের যোগসাজশে জমি-সংক্রান্ত দেওয়ানি মামলাবাজদের পক্ষে এসব দলিল দিয়ে আদালতে মামলা-মোকদ্দমা করতেন বলেও স্বীকার করেছেন।

ওসি লাইছুর আরও জানান, দুজনকে গতকাল বিকেলে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের কাছ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও জাল দলিলের উপকরণ জব্দে অভিযান চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত