Ajker Patrika

বিদেশি ওষুধও তৈরি হয় চকবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ৫২
বিদেশি ওষুধও তৈরি হয় চকবাজারে

কেমিস্ট ও ল্যাবরেটরি ছাড়া বাসা বা গোডাউনেই তৈরি হচ্ছে প্রসাধনী ও ওষুধ। ভেজাল এসবে পন্যে জড়িয়ে দেওয়া হচ্ছে দেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়ক। তারপর সেগুলো পৌঁছে যাচ্ছে রাজধানীসহ বিভিন্ন এলাকায়। গত বৃহস্পতিবার চকবাজারের দেবীদাস লেনে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ-প্রসাধনী তৈরি ও বাজারজাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, আলতাফ হোসেন, সোহেল হাওলাদার ও মো. সালমান।

গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী কমিশনার ফজলুর রহমান জানান, দেবীদাস লেনের ৩৯/১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জনসন’স, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ডাবর ভাটিকাসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেবীদাস লেনের ৪১/১/ডি নম্বরের আরেকটি বাসায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ বেটামিথাসন ভেলিরেট অ্যান্ড নিওমাইসিন স্কিন ক্রিম, ১ হাজার নিধি অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টি ভিটামিন স্কিন ক্রিম, ২৫০টি নিধি নিউ ফেস হোয়াইট পার্ল স্কিন স্নোসহ বিভিন্ন নকল ওষুধ উদ্ধার হয়। এ ঘটনায় চকবাজার থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত