Ajker Patrika

ফেসিয়ালের উপকারিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২২, ১৪: ২৭
ফেসিয়ালের উপকারিতা

প্রতিদিনের দূষণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া রোদের তাপ, মানসিক চাপ ও বয়স বাড়ার কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। ত্বকের সমস্যা দূর করতে, ত্বক সুন্দর ও তারুণ্যদীপ্ত রাখতে নিয়মিত ফেসিয়াল করা খুব জরুরি।

রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানিয়েছেন, ত্বক ভালো রাখতে পারলারে গিয়ে নিয়মিত ফেসিয়াল করা উচিত। কারণ ত্বক ভালো রাখতে মরা কোষ দূর করা ও লোমকূপ পরিষ্কার রাখতে হবে। বাড়িতে আমরা যেভাবে ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করি, সেভাবে ত্বক গভীর থেকে পরিষ্কার হয় না।

ত্বক ডিপ ক্লিন না হলে বা গভীরভাবে পরিষ্কার না করলে তাতে ছোপ ছোপ দাগ পড়ে যায়। পাশাপাশি নতুন কোষ জন্মাতে পারে না। লোমকূপ পরিষ্কার না থাকলে হতে পারে ব্রণ। তাই ত্বক গভীরভাবে পরিষ্কার রাখতে নিয়মিত ফেসিয়াল করা প্রয়োজন। প্রতি মাসে যদিদুই বার অর্থাৎ ১৫ দিন অন্তর ফেসিয়াল করা যায়, তাহলে ত্বক অনেক বেশি ভালো থাকবে। ১৮ বছরের পর থেকে যে কেউ ফেসিয়াল করতে পারেন।

নিয়মিত ফেসিয়ালে যে উপকার পাওয়া যায়

  • নিয়মিত ফেসিয়াল করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের বলিরেখা দূরে থাকে।
  • মরা কোষ দূর হয়ে ত্বক হয় উজ্জ্বল।
  • ফেসিয়াল করলে কোলাজেন উৎপন্ন হয়, ত্বক টানটান থাকে ও ত্বক তারুণ্য ফিরে পায়। একই সঙ্গে ত্বক কমনীয়তা ফিরে পায়।
  • ত্বকের তারুণ্য ভাব ধরে রাখতে ফেসিয়াল করার পাশাপাশি ঘন ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। পাশাপাশি খেতে হবে ভিটামিন ও খনিজ-জাতীয় খাবার। ত্বকের সুস্থতায় পর্যাপ্ত পরিমাণে পানি পানের বিকল্প নেই।

ত্বকের যত্ন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত