শামিমুজ্জামান, খুলনা
চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে গতকাল সোমবার খুলনা নগরীতে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। ১১-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা রোধে এ টিকা দেওয়া হচ্ছে। এতে ছিল না কোনো স্বাস্থ্যবিধির বালাই। টিকাকেন্দ্রে স্থান স্বল্পতায় বুথও ছিল কম। যে কারণে গায়ে গা ঘেঁষে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
গতকাল সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। টিকাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থী-অভিভাবকদের দীর্ঘ সারি। স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। নেই সামাজিক দূরত্ব। গায়ে গা ঘেঁষে দীর্ঘ সময় অপেক্ষা করছেন টিকা দেওয়ার জন্য। একটি মাত্র কেন্দ্রে ৩টি বুথে দেওয়া হয় এ টিকা।
সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের এ টিকায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারবে। পর্যায়ক্রমে অন্য বয়সের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন বেশির ভাগই। এ ব্যাপারে কথা হয় খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী সাজিদের সঙ্গে।
সে জানায়, টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। একই অনুভূতি প্রকাশ করে তার সহপাঠী মো. আদনান। তবে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক মো. আব্দুস সাত্তার। তিনি বলেন, টিকাকেন্দ্রে স্থান কম। যে কারণে সামাজিক দূরত্ব না মেনে গায়ে গা মিশিয়ে দাঁড়াতে হচ্ছে। সামাজিক দূরত্ব মানছেন না কেউ।
তিনি বলেন, বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল। অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক নার্গিস আক্তার। তিনি বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকাকেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি মানছেন না কেউ।
এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন জানিয়েছেন, খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজারের টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে।
শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজারের টিকা দেওয়ার স্থান শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে। কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া আর কোথাও কেন্দ্র পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে।
চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে গতকাল সোমবার খুলনা নগরীতে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। ১১-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা রোধে এ টিকা দেওয়া হচ্ছে। এতে ছিল না কোনো স্বাস্থ্যবিধির বালাই। টিকাকেন্দ্রে স্থান স্বল্পতায় বুথও ছিল কম। যে কারণে গায়ে গা ঘেঁষে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
গতকাল সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। টিকাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থী-অভিভাবকদের দীর্ঘ সারি। স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। নেই সামাজিক দূরত্ব। গায়ে গা ঘেঁষে দীর্ঘ সময় অপেক্ষা করছেন টিকা দেওয়ার জন্য। একটি মাত্র কেন্দ্রে ৩টি বুথে দেওয়া হয় এ টিকা।
সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের এ টিকায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারবে। পর্যায়ক্রমে অন্য বয়সের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন বেশির ভাগই। এ ব্যাপারে কথা হয় খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী সাজিদের সঙ্গে।
সে জানায়, টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। একই অনুভূতি প্রকাশ করে তার সহপাঠী মো. আদনান। তবে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক মো. আব্দুস সাত্তার। তিনি বলেন, টিকাকেন্দ্রে স্থান কম। যে কারণে সামাজিক দূরত্ব না মেনে গায়ে গা মিশিয়ে দাঁড়াতে হচ্ছে। সামাজিক দূরত্ব মানছেন না কেউ।
তিনি বলেন, বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল। অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক নার্গিস আক্তার। তিনি বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকাকেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি মানছেন না কেউ।
এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন জানিয়েছেন, খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজারের টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে।
শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজারের টিকা দেওয়ার স্থান শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে। কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া আর কোথাও কেন্দ্র পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫