Ajker Patrika

হালুয়াঘাট ও ধোবাউড়া মুক্ত দিবস আজ

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭: ০৫
হালুয়াঘাট ও ধোবাউড়া মুক্ত দিবস আজ

হালুয়াঘাট ও ধোবাউড়া মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে হালুয়াঘাট মুক্ত ঘোষণা করা হয়। ওই উপজেলার সঙ্গে উল্লাসে মেতে ওঠেন পার্শ্ববর্তী ধোবাউড়ার মানুষও।

স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা জানান, ভারতের মেঘালয় সীমান্তে ১৯৭১ সালের ৫ ও ৬ ডিসেম্বর দুই দিন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর তুমুল যুদ্ধ হয়। পাকিস্তানি সেনারা টিকতে না পেরে ৬ ডিসেম্বর দুপুরের মধ্যেই পিছু হটে। শত্রু মুক্ত হয় সীমান্ত জনপদ। এই যুদ্ধ ইতিহাসে ‘মধ্যনগর যুদ্ধ’ নামে খ্যাত।

পরে সিদ্ধান্ত হয় ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে হালুয়াঘাটকে মুক্ত ঘোষণা করা হয়। জয় বাংলা স্লোগানে উল্লাসে মেতে উঠে হালুয়াঘাট ও পার্শ্ববর্তী ধোবাউড়ার মানুষ।

দিবসটিকে স্মরণীয় করে রাখতে হালুয়াঘাট উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

হালুয়াঘাটের জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক মণ্ডল বলেন, হালুয়াঘাট মুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মানুষের মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করতে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত