Ajker Patrika

বাঁধের ওপরের অবৈধ ১৪৭ স্থাপনা উচ্ছেদ প্রশাসনের

তালতলী (বরগুনা) প্রতিনিধি
Thumbnail image

বরগুনার তালতলীতে ঐতিহ্যবাহী ছোটবগী বাজারের বাঁধের ওপরের ১৪৭টি দোকান গতকাল বৃহস্পতিবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসনের অভিযানে। ব্যবসায়ীরা দাবি করছেন, এ জন্য কোনো নোটিশ দেওয়া হয়নি তাঁদের। প্রশাসন জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিতে থাকা অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের আগে মাইকিং করা হয়েছে।

জানা গেছে, দক্ষিণাঞ্চলের তালতলী উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার  ছোটবগী বাজার। প্রতি শুক্রবার এখানে হাট বলে। দক্ষিণাঞ্চলের বৃহত্তম গরু ও ধানের বাজার বসে এখানে। ৫০ বছর আগ থেকে বাজারসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর ব্যবসায়ীরা ঘর নির্মাণ করে ব্যবসা করছেন। গতকাল সকালে বরগুনা ভূমি অধিগ্রহণ শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসন ভেকু মেশিন দিয়ে ১৪৭টি ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, নোটিশ না দিয়ে ঘর ভাঙা হয়েছে। প্রতিষ্ঠানের মালামাল সরাতেও সময় পাননি।

বাজারের ব্যবসায়ী দেলোয়ার হাওলাদার বলেন, ‘২০ বছর ধরে ব্যবসা করছি। কোনো দিন ঘর ভাঙার নোটিশ দেয়নি। হঠাৎ এসে বাজারের সব ঘর ভেঙে দিয়েছে। এখন মালামাল নিয়ে কোথায় যাব?’

ছোটবগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইজারাদার মো. মজিবুর রহমান বিশ্বাস বলেন, ‘আমার ঘরেই ছিল ইউনিয়ন আওয়ামী লীগের অফিস।’ অফিসটিও  প্রশাসন ভেঙে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দ্রুত ছোটবগী বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান তিনি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. হিমেল বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিতে অবৈধ ঘর উচ্ছেদে মাইকিং করা হয়েছে। তারপরও ঘর ভেঙে নেয়নি। তাই প্রশাসন অবৈধ ঘর ভেঙে দিয়েছে।

বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মো. মনিরুজ্জামান বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমির অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত