আরিফ আহম্মেদ, গৌরীপুর
‘১০ বছর কেটে গেছে ঝুঁকির মাঝে। আগে ভয় লাগত, এখন অভ্যাস হয়ে গেছে। মরণরে ডরাইয়া লাভ কি, কপালে থাকলে কি আর করণ যাইবো?’ গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামের ৫০ ঊর্ধ্ব কৃষক হাবিবুর রহমান কথাগুলো হতাশা নিয়েই বলছিলেন।
হাবিবুর রহমানের ফসলের জমির একপাশে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার। অন্যপাশে বিদ্যুতের পুরোনো লোহার খুঁটি হেলে পড়ে আছে। এখানেও বাঁশের খুঁটির ঠেস দেওয়া। এক মাস আগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। এতে মরে যায় খামারের মাছ। এভাবেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। তবুও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।
সরেজমিনে দেখা যায়, বর্ধনপাড়া বাজার থেকে তিন রাস্তা মোড় পর্যন্ত এক কিলোমিটার বিদ্যুৎ লাইনের এমন বেহাল দশা। বেশির ভাগ খুঁটি নষ্ট হয়ে গেছে। হেলে পড়া খুঁটি গ্রামবাসী নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখেছেন। গাছপালার ভেতর দিয়ে চলে গেছে বিদ্যুতের তাঁর। ডালপালা কাটারও উদ্যোগ নেই। ফলে দুর্ঘটনার শঙ্কা ক্রমেই বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাঁশের খুঁটি নষ্ট হয়ে গেলে এলাকাবাসী নিজ উদ্যোগে মেরামত করেন। বিদ্যুৎ বিভাগের লোকজন কেবল বিল নিতে আসেন। মেরামতের কথা বললে তাঁরা বলেন, ‘বরাদ্দ নেই’। বিশ্বনাথপুর গ্রামের তাজুল ইসলামও এই কথাই বললেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ থেকে বর্ধনপাড়া হয়ে পুম্বাইল পর্যন্ত তিন কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়। পরবর্তীতে পুম্বাইল গ্রামের জন্য আলাদা লাইন স্থাপন করা হলেও বর্ধনপাড়ার বিদ্যুৎ লাইনটি পুরোনোই থেকে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর নতুন লাইন টানানোর জন্য গ্রামবাসী ঘুরছেন বিদ্যুৎ বিভাগের দ্বারে দ্বারে। তারপরও সমাধান মিলছে না কোথাও।
গৌরীপুরের আবাসিক প্রকৌশলী বিল্লাহ হোসেন বলেন, ‘এলাকাটি ঈশ্বরগঞ্জের কাছাকাছি হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইন সেখান থেকেই দেওয়া হয়েছে। এ কারণে গৌরীপুর থেকে এটি মেরামতের সুযোগ নেই।’
অপরদিকে ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বর্ধনপাড়া গ্রামের সংযোগটি তাদের আওতাধীন। কিন্তু প্রকল্প না থাকায় নতুন লাইন স্থাপন করা যাচ্ছে না।’ তবে জেলা সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি বিষয়টি অবহিত করেছেন বলে জানান।
‘১০ বছর কেটে গেছে ঝুঁকির মাঝে। আগে ভয় লাগত, এখন অভ্যাস হয়ে গেছে। মরণরে ডরাইয়া লাভ কি, কপালে থাকলে কি আর করণ যাইবো?’ গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামের ৫০ ঊর্ধ্ব কৃষক হাবিবুর রহমান কথাগুলো হতাশা নিয়েই বলছিলেন।
হাবিবুর রহমানের ফসলের জমির একপাশে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার। অন্যপাশে বিদ্যুতের পুরোনো লোহার খুঁটি হেলে পড়ে আছে। এখানেও বাঁশের খুঁটির ঠেস দেওয়া। এক মাস আগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। এতে মরে যায় খামারের মাছ। এভাবেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। তবুও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।
সরেজমিনে দেখা যায়, বর্ধনপাড়া বাজার থেকে তিন রাস্তা মোড় পর্যন্ত এক কিলোমিটার বিদ্যুৎ লাইনের এমন বেহাল দশা। বেশির ভাগ খুঁটি নষ্ট হয়ে গেছে। হেলে পড়া খুঁটি গ্রামবাসী নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখেছেন। গাছপালার ভেতর দিয়ে চলে গেছে বিদ্যুতের তাঁর। ডালপালা কাটারও উদ্যোগ নেই। ফলে দুর্ঘটনার শঙ্কা ক্রমেই বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাঁশের খুঁটি নষ্ট হয়ে গেলে এলাকাবাসী নিজ উদ্যোগে মেরামত করেন। বিদ্যুৎ বিভাগের লোকজন কেবল বিল নিতে আসেন। মেরামতের কথা বললে তাঁরা বলেন, ‘বরাদ্দ নেই’। বিশ্বনাথপুর গ্রামের তাজুল ইসলামও এই কথাই বললেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ থেকে বর্ধনপাড়া হয়ে পুম্বাইল পর্যন্ত তিন কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়। পরবর্তীতে পুম্বাইল গ্রামের জন্য আলাদা লাইন স্থাপন করা হলেও বর্ধনপাড়ার বিদ্যুৎ লাইনটি পুরোনোই থেকে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর নতুন লাইন টানানোর জন্য গ্রামবাসী ঘুরছেন বিদ্যুৎ বিভাগের দ্বারে দ্বারে। তারপরও সমাধান মিলছে না কোথাও।
গৌরীপুরের আবাসিক প্রকৌশলী বিল্লাহ হোসেন বলেন, ‘এলাকাটি ঈশ্বরগঞ্জের কাছাকাছি হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইন সেখান থেকেই দেওয়া হয়েছে। এ কারণে গৌরীপুর থেকে এটি মেরামতের সুযোগ নেই।’
অপরদিকে ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বর্ধনপাড়া গ্রামের সংযোগটি তাদের আওতাধীন। কিন্তু প্রকল্প না থাকায় নতুন লাইন স্থাপন করা যাচ্ছে না।’ তবে জেলা সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি বিষয়টি অবহিত করেছেন বলে জানান।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১০ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১০ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫