Ajker Patrika

বাঁশে তারের মরণফাঁদ

আরিফ আহম্মেদ, গৌরীপুর
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৪: ১৭
বাঁশে তারের মরণফাঁদ

‘১০ বছর কেটে গেছে ঝুঁকির মাঝে। আগে ভয় লাগত, এখন অভ্যাস হয়ে গেছে। মরণরে ডরাইয়া লাভ কি, কপালে থাকলে কি আর করণ যাইবো?’ গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামের ৫০ ঊর্ধ্ব কৃষক হাবিবুর রহমান কথাগুলো হতাশা নিয়েই বলছিলেন।

হাবিবুর রহমানের ফসলের জমির একপাশে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার। অন্যপাশে বিদ্যুতের পুরোনো লোহার খুঁটি হেলে পড়ে আছে। এখানেও বাঁশের খুঁটির ঠেস দেওয়া। এক মাস আগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। এতে মরে যায় খামারের মাছ। এভাবেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। তবুও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।

সরেজমিনে দেখা যায়, বর্ধনপাড়া বাজার থেকে তিন রাস্তা মোড় পর্যন্ত এক কিলোমিটার বিদ্যুৎ লাইনের এমন বেহাল দশা। বেশির ভাগ খুঁটি নষ্ট হয়ে গেছে। হেলে পড়া খুঁটি গ্রামবাসী নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ঠেস দিয়ে রেখেছেন। গাছপালার ভেতর দিয়ে চলে গেছে বিদ্যুতের তাঁর। ডালপালা কাটারও উদ্যোগ নেই। ফলে দুর্ঘটনার শঙ্কা ক্রমেই বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাঁশের খুঁটি নষ্ট হয়ে গেলে এলাকাবাসী নিজ উদ্যোগে মেরামত করেন। বিদ্যুৎ বিভাগের লোকজন কেবল বিল নিতে আসেন। মেরামতের কথা বললে তাঁরা বলেন, ‘বরাদ্দ নেই’। বিশ্বনাথপুর গ্রামের তাজুল ইসলামও এই কথাই বললেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ থেকে বর্ধনপাড়া হয়ে পুম্বাইল পর্যন্ত তিন কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়। পরবর্তীতে পুম্বাইল গ্রামের জন্য আলাদা লাইন স্থাপন করা হলেও বর্ধনপাড়ার বিদ্যুৎ লাইনটি পুরোনোই থেকে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর নতুন লাইন টানানোর জন্য গ্রামবাসী ঘুরছেন বিদ্যুৎ বিভাগের দ্বারে দ্বারে। তারপরও সমাধান মিলছে না কোথাও।

গৌরীপুরের আবাসিক প্রকৌশলী বিল্লাহ হোসেন বলেন, ‘এলাকাটি ঈশ্বরগঞ্জের কাছাকাছি হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইন সেখান থেকেই দেওয়া হয়েছে। এ কারণে গৌরীপুর থেকে এটি মেরামতের সুযোগ নেই।’

অপরদিকে ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বর্ধনপাড়া গ্রামের সংযোগটি তাদের আওতাধীন। কিন্তু প্রকল্প না থাকায় নতুন লাইন স্থাপন করা যাচ্ছে না।’ তবে জেলা সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি বিষয়টি অবহিত করেছেন বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত