Ajker Patrika

মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধ করলেন ইউএনও

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৫: ৫৪
Thumbnail image

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি মেলার অশ্লীল নৃত্য, জুয়াসহ সব অবৈধ আসর বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা, পুলিশ ও ইউএনও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, যুগ যুগ ধরে চাপাইগাছিতে চলে আসছে ঐতিহ্যবাহী গাজী কালু চম্পাবতীর মেলা। অতীতে এ মেলার প্রধান আকর্ষণ ছিল তালের শাঁসের। কিন্তু এ বছর ব্যতিক্রম। মেলার নাম করে এবার র‍্যাফেল ড্র, অশ্লীল নৃত্য, জুয়াসহ নানান অবৈধ ও অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এতে একদিকে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে নষ্ট হচ্ছে যুব সমাজ।

এলাকাবাসী জানায়, প্রশাসন অবৈধ বিষয়টি কঠোরভাবে দমন করেছে। এতে যুবসমাজ ও শিক্ষার্থীরা চরম ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, মেলার অনুমতি নিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে অশ্লীল নৃত্য, জুয়া, লটারিসহ সব অবৈধ আসর ভেঙে দেওয়া হয়েছে। তবে ঐতিহ্যবাহী মেলা চলবে। পুনরায় অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হলে মেলাই বন্ধ করা হবে।

ইউএনও আরও বলেন, ‘১৬ মে থেকে মেলার অনুমতি থাকলেও চলছে আরও আগে থেকে। কবিগুরুর জন্মোৎসব অনুষ্ঠানের জন্য তেমন নজর দেওয়া হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত