Ajker Patrika

বিদ্যালয়ের জায়গা দখল করে ক্লাবঘর নির্মাণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ৪১
বিদ্যালয়ের জায়গা দখল করে ক্লাবঘর নির্মাণ

মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা জব্বারিয়া উচ্চবিদ্যালয় ও মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানের জায়গা দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে। তার আগে ওই জায়গার পাশের সরকারি গাছ কেটে বিক্রি করা হয়েছে। মহিষালোহা আইপিএম (সমন্বিত বালাই ব্যবস্থাপনা) কৃষক ক্লাবের সভাপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সরকারি বিধি মোতাবেক কিছুদিন আগে ভেঙে ফেলা হয়। ওই ঘরের পাশে এলজিইডির রাস্তায় মেহগনিসহ অন্তত ১০টি গাছ ছিল। সরকারি অনুমোদন ছাড়াই গোপনে সেই গাছ কেটে বিক্রি করেছে একটি মহল।

এরপর খালি পড়ে থাকা ওই জমিতে মহিষালোহা আইপিএম কৃষক ক্লাবের সভাপতি সাহাবুদ্দিন ও তাঁর সহযোগীরা ক্লাবঘর নির্মাণ করছেন।

মহিষালোহা জাব্বারিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উদ্দিন বলেন, ‘উচ্চবিদ্যালয়ের নামে দক্ষিণ পাশে ১৬২ দাগে ১৫ শতাংশ জমিতে টিনের নতুন ঘর তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি ব্যবহার করছে। ওই জমির বদলে অপসারণ করা পুরোনো ভবনের জমি উচ্চবিদ্যালয়কে মৌখিকভাবে দেয় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ওই জমিতে পাকা ক্লাবঘর নির্মাণ শুরু করেছে একটি মহল।’

মহিষালোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান জানান, ‘উচ্চবিদ্যালয়ের জমিতে আমাদের টিনের ঘর আছে। দুই বিদ্যালয়ের সুবিধার্থে ভেঙে ফেলা পুরোনো ভবনের জমি উচ্চবিদ্যালয়কে মৌখিকভাবে দেওয়া হয়েছে। সেখানে কে বা কারা ক্লাবঘর নির্মাণ করছেন তা আমার জানা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে আইপিএম ক্লাবের সভাপতি সাহাবুদ্দিন কথা বলতে রাজি হননি।

সাটুরিয়া উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ‘উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের সুবিধার্থে কর্তৃপক্ষ পূর্ব পাশের কিছু গাছ অপসারণের অনুমতি দিয়েছে। তবে এলজিইডিইর সড়কসংলগ্ন পশ্চিম পাশের কোনো গাছ কাটার অনুমতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই।’

সাটুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গায় কোনো ক্লাব অথবা কোনো সংগঠনের কার্যালয় নির্মাণের বিধান নেই। এতে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটবে। ক্লাব নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত