Ajker Patrika

চিনিকলের জমির ইজারা মূল্য এত কম!

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১: ৫৭
Thumbnail image

পঞ্চগড় চিনিকলের জমি নামমাত্র দামে লিজ দেওয়া হচ্ছে। খোলা দরপত্রের মাধ্যমে ৬ হাজার টাকায় ১ একর জমি লিজ দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে জমির চলতি লিজ মূল্যের তুলনায় চিনিকলের জমির মূল্য অনেক কম। তাই স্থানীয়দের মাঝে বিস্ময় ও সন্দেহ দেখা দিয়েছে।

চিনিকল সূত্রে জানা গেছে, ক্রমাগত লোকসানের কারণে দেশের ছয়টি চিনিকল বন্ধ করে দেয় সরকার। ২০২০ সালের ডিসেম্বরে একই কারণে বন্ধ হয়ে যায় ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় চিনিকলও। শ্রমিক কর্মচারীরা কিছুদিনের জন্য বেকার হয়ে পড়লেও ধীরে ধীরে তাঁদের দেশের অন্য চিনিকলে দায়িত্ব দিয়ে কাজে ফিরিয়ে আনে সরকার। কিন্তু ৩১টি আখ ক্রয় কেন্দ্র বন্ধ হয়ে যায়। আবাদি জমিগুলোতে চাষাবাদ স্থবির হয়ে পড়ে। এর আগে এই জমিগুলোতে আখ চাষ করা হতো। সর্বশেষ ২০২০ সালে আখ কেটে মাড়াইয়ের জন্য ঠাকুরগাঁওয়ের চিনিকলে পাঠানো হয়। এরপর থেকেই এসব জমি পতিত ছিল।

জানা গেছে, পঞ্চগড় চিনিকলের মালিকানায় ২২৩ একর জমি রয়েছে। এর মধ্যে জেলায় ৩১টি আখ ক্রয়কেন্দ্রে ২০ একর, কারখানা ও কলোনি ৯৮ একর এবং আবাদযোগ্য জমি রয়েছে ১০৫ একর। চিনিকল বন্ধের সঙ্গে সঙ্গে আবাদযোগ্য এবং ক্রয় কেন্দ্রের জমিগুলো পতিত হয়ে পড়ে। এর মধ্যে ৪ থেকে ৫টি ক্রয়কেন্দ্রের জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে মামলা চলছে। পতিত থাকার কারণে এসব জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয় চিনিকল কর্তৃপক্ষ।

গত অক্টোবর মাসে তিন মাসের জন্য আবাদি ৩৫ একর জমি লিজ দেওয়া হয়। স্থানীয়ভাবে প্রতি বিঘা জমি এক বছরের জন্য ৬ থেকে ১০ হাজার টাকা দরে লিজ দেওয়া হয়। ১ বছরে প্রতি একর জমির লিজ মূল্য ১৮ হাজার থেকে ৩০ হাজার টাকা। কিন্তু চিনিকলের জমি প্রতি একর মাত্র ৬ হাজার ২০০ টাকায় লিজ দেওয়া হয়। ডিসেম্বরে আবার আবাদি ১০৫ একর ও আখ ক্রয় কেন্দ্রের ২০ একর জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। তবে এসব জমিতে বাধ্যতামূলকভাবে আখ চাষ করার শর্ত জুড়ে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কমমূল্যে এসব জমি লিজ নিয়ে বেশি মূল্যে তৃতীয় পক্ষের কাছে লিজ দেওয়ার পাঁয়তারা করছেন।

পঞ্চগড় নাগরিক কমিটির সভাপতি এরশাদ হোসেন সরকার জানান, চিনিকলের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পদ। এত কমমূল্যে লিজ দেওয়া ঠিক নয়। এই জমিগুলো ঘিরে সরকারের অন্য কোনো উদ্যোগের পরিকল্পনা প্রয়োজন। সেই সঙ্গে কমমূল্যে লিজ দেওয়ার পেছনে কোনো দুর্নীতি আছে কেনা তাও খতিয়ে দেখা দরকার।

পঞ্চগড় চিনিকলের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মো. ইউসুফ আলী জানান, পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে জমি লিজ দেওয়া হয়। যারা লিজ নেন তাঁরা এর চেয়ে বেশি মূল্য দিতে চান না। কমমূল্যে জমি লিজের আবেদন পাওয়ার কারণে আমরা বারবার রি-টেন্ডার দিয়েছি। এবারও জমির মূল্য কম আসার কারণে আবার রিটেন্ডার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত