Ajker Patrika

দ্বিতীয় দিনে ২১ নতুন বই

সাখাওয়াত ফাহাদ, ঢাকা
দ্বিতীয় দিনে ২১ নতুন বই

দ্বিতীয় দিনেই জমে উঠেছে অমর একুশে বইমেলা। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই দল বেঁধে আসতে শুরু করেন দর্শনার্থীরা। পছন্দমতো বই কেনেন। অনেকে আবার নেড়েচেড়ে দেখেন বিভিন্ন লেখকের নতুন-পুরোনো বই। কেউ ছবি তুলছেন, আবার কেউ আপন মনে পড়ছেন পছন্দের বইয়ের সূচিপত্র। কেউবা বসন্তের আগমনী বার্তাবাহক হিসেবে নিজেকে সাজিয়ে এসেছেন ফুল দিয়ে।

গত দুই বছরের মতো এবার মেলায় নেই করোনার বিধিনিষেধ। তাই মেলায় আগতদের মধ্যেও দেখা গেছে উৎফুল্লতা। মুক্ত বিহঙ্গের মতো ঘুরছেন মেলা প্রাঙ্গণে। এবার গত বছরের অতৃপ্তি মিটবে প্রকাশকদেরও।

প্রায় ৯০০ স্টল রয়েছে এবারের বইমেলায়। অধিকাংশ স্টলের কাজ শেষ হলেও এখনো কয়েকটি তৈরি হচ্ছে। আগামীকাল শনিবারের মধ্যেই এসব স্টলের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেলায় স্টলের পাশাপাশি ৩৮টি প্রকাশনীর প্যাভিলিয়ন রয়েছে। এ ছাড়া লিটলম্যাগের জন্য আলাদা চত্বর বানানো হয়েছে।

মেলায় গতকাল ২১টি নতুন বই এসেছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রকাশিত রাষ্ট্রপতি আবদুল হামিদের আত্মজীবনী গ্রন্থ ‘আমার জীবননীতি, আমার রাজনীতি’, হাসান আজিজুল হকের সাবিত্রী উপাখ্যান উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘দ্য ম্যাটার অব সাবিত্রি’, পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ড. পিয়্যের আলা বো-এর ‘শাহেনশাহ-এ-কাওয়ালি নুসরাত ফতেহ আলী খান’, অন্যপ্রকাশ থেকে প্রকাশিত সাদাত হোসাইনের ‘শঙ্খচূড়’ এবং ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত সৈয়দ শামসুল হকের ‘কবিতার কিমিয়া’ উল্লেখযোগ্য।

‘গত দুই বছর বইমেলার আমেজ পাওয়া যায়নি। এবার মেলায় এসে সেই পুরোনো আমেজ পাওয়া যাচ্ছে।’ গতকাল আজকের পত্রিকাকে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মেলায় আসা নুসরাত ইয়াসমিন। আরেক দর্শনার্থী শাহরিয়ার ইসলাম বলেন, ‘অনেক বছর পর মেলায় আসলাম। মেলার আয়োজন ভালো। তবে বইয়ের দাম একটু বেশি।’

করোনার পর গত দুই বছর মেলা তেমন জমে না ওঠায় হতাশ ছিলেন প্রকাশকেরা। তবে এবার মেলা ১ ফেব্রুয়ারিতেই শুরু হওয়ায় আশাবাদী তাঁরা। অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, ‘গত দুই বছর মেলায় করোনার আতঙ্ক ছিল, এবার নেই। এবার সঠিক সময়েই শুরু হয়েছে মেলা। যে অতৃপ্তির জায়গাটা ছিল সেটা এ বছর পূরণ হবে। আমরা আশা করছি, এবার বেশ ভালো এবং জমজমাট মেলা হবে।’

রিদম প্রকাশনা সংস্থার প্রকাশক মো. গফুর হোসেন বলেন, গত কয়েক বছর মেলা তেমন জমেনি। এবার দর্শনার্থীর সংখ্যা ভালো। শুক্র ও শনিবার মেলা আরও জমবে। বইয়ের দাম প্রসঙ্গে তিনি বলেন, কাগজের দাম গত এক বছরে যে হারে বেড়েছে, বইয়ের দাম তার চার ভাগের এক ভাগ বেড়েছে। ফলে এবার নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা কিছুটা কমতে পারে।

মেলাকে কেন্দ্র করে এবার তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রবেশমুখেই চলছে তল্লাশি। মেলায় রয়েছে খাবারের ব্যবস্থা এবং নামাজের স্থান। এ ছাড়া দর্শনার্থীদের সহায়তায় তথ্যকেন্দ্রে রয়েছেন একাডেমির কর্মকর্তারা।

গতবারের মতো এ বছরও মেলায় থাকছে ‘শিশুপ্রহর’। ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে শিশুদের জন্য এই বিশেষ আয়োজন থাকবে মেলায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত