শাহীন শাহ, টেকনাফ (কক্সবাজার)
দিন যতই যাচ্ছে, বিভিন্ন অপরাধসহ হত্যাকাণ্ড ততই বাড়ছে রোহিঙ্গা শিবিরগুলোতে। এতে দিন দিন আতঙ্ক বাড়ছে।
সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মো. মুহিববুল্লাহ ও ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদ্রাসার’ শিক্ষক ও ছাত্রসহ সাতজন খুন হওয়ায় এ আতঙ্ক আরও বেড়েছে। সাধারণ রোহিঙ্গাদের পাশাপাশি উখিয়া ও টেকনাফের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
শিবিরগুলোতে আরও বেশি নিরাপত্তার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে প্রশাসন বলছে, নিরাপত্তা জোরদারের পাশাপাশি আরও অতিরিক্ত সদস্য বৃদ্ধি করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জানা গেছে, কথিত আরাকান সালভেশন আর্মির (আরসা) দল ছাড়া ১০-১২টি ছোট দল বিভক্ত হয়ে নানা অপরাধ করছে। মাদক ও সোনাসহ বেশ কিছু দেশ থেকে রোহিঙ্গাদের জন্য পাঠানো টাকাই তাঁদের উৎস বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই।
তাঁরা জানিয়েছেন, বেশ কিছু দুষ্কৃতকারী রোহিঙ্গার তালিকা করা হয়েছে। তাঁদের ধরা হচ্ছে।
রোহিঙ্গা নেতা বজলুর ইসলাম দুঃখ করে বলেন, একজন ভালো মানুষকে খুন করল দুষ্কৃতকারীরা। মুহিববুল্লাহ আমাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য কাজ করেছিলেন। তিনি সব রোহিঙ্গাকে দেখভাল করতেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, রোহিঙ্গারা দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। তারা মাদক পাচার, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের অপহরণ করে মুক্তিপণ আদায় ও খুন করে পার পেয়ে যাচ্ছে। তাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি জানান তিনি।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, রোহিঙ্গারা শিবির ছেড়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিশে খুন থেকে শুরু করে নানা অপরাধ করছে। কক্সবাজারের প্রায় এলাকায় তারা ভাড়া বাসা নিয়ে থাকছে। এ ছাড়া যেমন খুশি তেমন চলাফেরা করতে পারায় তাদের দুঃসাহস বাড়ছে।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, ‘আমরা দুষ্কৃতকারী রোহিঙ্গাদের চিহ্নিত করার চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা কঠোর অভিযান পরিচালনা করব।’
১৪ আর্মড পুলিশের অধিনায়ক এসপি নাইমুল হক আজকের পত্রিকাকে বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আগে থেকে অভিযান চলমান রয়েছে। মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে সেটি আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার ঘাটতি নেই বলে জানিয়ে তিনি আরও বলেন, রোহিঙ্গারা নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে এসব হত্যাকাণ্ড সংঘটিত করছে মনে করেন তিনি।
দিন যতই যাচ্ছে, বিভিন্ন অপরাধসহ হত্যাকাণ্ড ততই বাড়ছে রোহিঙ্গা শিবিরগুলোতে। এতে দিন দিন আতঙ্ক বাড়ছে।
সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মো. মুহিববুল্লাহ ও ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদ্রাসার’ শিক্ষক ও ছাত্রসহ সাতজন খুন হওয়ায় এ আতঙ্ক আরও বেড়েছে। সাধারণ রোহিঙ্গাদের পাশাপাশি উখিয়া ও টেকনাফের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
শিবিরগুলোতে আরও বেশি নিরাপত্তার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে প্রশাসন বলছে, নিরাপত্তা জোরদারের পাশাপাশি আরও অতিরিক্ত সদস্য বৃদ্ধি করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জানা গেছে, কথিত আরাকান সালভেশন আর্মির (আরসা) দল ছাড়া ১০-১২টি ছোট দল বিভক্ত হয়ে নানা অপরাধ করছে। মাদক ও সোনাসহ বেশ কিছু দেশ থেকে রোহিঙ্গাদের জন্য পাঠানো টাকাই তাঁদের উৎস বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই।
তাঁরা জানিয়েছেন, বেশ কিছু দুষ্কৃতকারী রোহিঙ্গার তালিকা করা হয়েছে। তাঁদের ধরা হচ্ছে।
রোহিঙ্গা নেতা বজলুর ইসলাম দুঃখ করে বলেন, একজন ভালো মানুষকে খুন করল দুষ্কৃতকারীরা। মুহিববুল্লাহ আমাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য কাজ করেছিলেন। তিনি সব রোহিঙ্গাকে দেখভাল করতেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, রোহিঙ্গারা দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। তারা মাদক পাচার, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের অপহরণ করে মুক্তিপণ আদায় ও খুন করে পার পেয়ে যাচ্ছে। তাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি জানান তিনি।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, রোহিঙ্গারা শিবির ছেড়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিশে খুন থেকে শুরু করে নানা অপরাধ করছে। কক্সবাজারের প্রায় এলাকায় তারা ভাড়া বাসা নিয়ে থাকছে। এ ছাড়া যেমন খুশি তেমন চলাফেরা করতে পারায় তাদের দুঃসাহস বাড়ছে।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, ‘আমরা দুষ্কৃতকারী রোহিঙ্গাদের চিহ্নিত করার চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা কঠোর অভিযান পরিচালনা করব।’
১৪ আর্মড পুলিশের অধিনায়ক এসপি নাইমুল হক আজকের পত্রিকাকে বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আগে থেকে অভিযান চলমান রয়েছে। মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে সেটি আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার ঘাটতি নেই বলে জানিয়ে তিনি আরও বলেন, রোহিঙ্গারা নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে এসব হত্যাকাণ্ড সংঘটিত করছে মনে করেন তিনি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫