সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক স্কুলের প্রায় চার হাজার শিক্ষার্থীর জন্মসনদ না থাকায় চলতি বছর শিক্ষা উপবৃত্তি বঞ্চিত হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, ইউনিয়ন ও পৌরসভা কার্যালয়ে দিনের পর দিন ধরনা দিয়েও পাওয়া যাচ্ছে না জন্মসনদ।
সৈয়দপুরে রেলওয়ে সাবোডিনেট কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীর মধ্য ৪৩ জন উপবৃত্তির অর্থ পেয়েছে। জন্মসনদের অভাবে ৫৭ জনের আবেদনই করা হয়নি। উপবৃত্তি না পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হতাশ হয়েছেন।’
পৌরসভার তথ্য কর্মকর্তা আকমল হোসেন রাজু বলেন, ‘করার কিছুই নেই। শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একদিনেই জন্মসনদ দেওয়া যাচ্ছে। তবে এর ওপরে যাদের বয়স, তাদের নিয়ম মেনে জেলা অফিসের মাধ্যমে দেওয়ায় এ বিলম্ব হচ্ছে।’
উপজেলা ইউনিয়ন ও পৌর এলাকায় রয়েছে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের ১৮ হাজার ৪৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়। উপবৃত্তির তালিকায় নাম নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের
কাছ থেকে ১৭ ডিজিটের জন্মসনদ চাওয়া হয়। এর বিপরীতে ১৪ হাজার ৬০৫টি আবেদন জমা পড়ে।
ইসমত আরা নামের এক অভিভাবক জানান, তাঁর মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। স্কুল থেকে জন্মসনদ চাওয়ায় সৈয়দপুর পৌরসভার জন্মসনদ শাখায় প্রায় আট মাস আগে আবেদন করেন। কিন্তু সনদ পাচ্ছেন না। মাসের পর মাস ঘোরানো হচ্ছে তাঁকে। নানা বাহানায় সময় ক্ষেপণ করছে কর্তৃপক্ষ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মণ্ডল বলেন, জন্মসনদের অভাবে প্রায় চার হাজার শিশু শিক্ষার্থী উপবৃত্তি না পাওয়া দুঃখজনক। সরকারি নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সব শিক্ষার্থীই উপবৃত্তি পাবে। তাই বিষয়টির সঠিক সমাধানে জন্মসনদ কর্তৃপক্ষের শিগগির যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. শাহিন হোসেন বলেন, ‘সনদের জন্য যারা আবেদন করেছে, তাদের দ্রুত দেওয়া হয়েছে। সৈয়দপুর থেকে নীলফামারী ও ঢাকা—এই তিন অফিস সমন্বয় করায় কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করছি। তারপরও দীর্ঘ সময় অতিবাহিতের সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক স্কুলের প্রায় চার হাজার শিক্ষার্থীর জন্মসনদ না থাকায় চলতি বছর শিক্ষা উপবৃত্তি বঞ্চিত হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, ইউনিয়ন ও পৌরসভা কার্যালয়ে দিনের পর দিন ধরনা দিয়েও পাওয়া যাচ্ছে না জন্মসনদ।
সৈয়দপুরে রেলওয়ে সাবোডিনেট কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীর মধ্য ৪৩ জন উপবৃত্তির অর্থ পেয়েছে। জন্মসনদের অভাবে ৫৭ জনের আবেদনই করা হয়নি। উপবৃত্তি না পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা হতাশ হয়েছেন।’
পৌরসভার তথ্য কর্মকর্তা আকমল হোসেন রাজু বলেন, ‘করার কিছুই নেই। শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একদিনেই জন্মসনদ দেওয়া যাচ্ছে। তবে এর ওপরে যাদের বয়স, তাদের নিয়ম মেনে জেলা অফিসের মাধ্যমে দেওয়ায় এ বিলম্ব হচ্ছে।’
উপজেলা ইউনিয়ন ও পৌর এলাকায় রয়েছে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের ১৮ হাজার ৪৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়। উপবৃত্তির তালিকায় নাম নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের
কাছ থেকে ১৭ ডিজিটের জন্মসনদ চাওয়া হয়। এর বিপরীতে ১৪ হাজার ৬০৫টি আবেদন জমা পড়ে।
ইসমত আরা নামের এক অভিভাবক জানান, তাঁর মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। স্কুল থেকে জন্মসনদ চাওয়ায় সৈয়দপুর পৌরসভার জন্মসনদ শাখায় প্রায় আট মাস আগে আবেদন করেন। কিন্তু সনদ পাচ্ছেন না। মাসের পর মাস ঘোরানো হচ্ছে তাঁকে। নানা বাহানায় সময় ক্ষেপণ করছে কর্তৃপক্ষ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মণ্ডল বলেন, জন্মসনদের অভাবে প্রায় চার হাজার শিশু শিক্ষার্থী উপবৃত্তি না পাওয়া দুঃখজনক। সরকারি নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সব শিক্ষার্থীই উপবৃত্তি পাবে। তাই বিষয়টির সঠিক সমাধানে জন্মসনদ কর্তৃপক্ষের শিগগির যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. শাহিন হোসেন বলেন, ‘সনদের জন্য যারা আবেদন করেছে, তাদের দ্রুত দেওয়া হয়েছে। সৈয়দপুর থেকে নীলফামারী ও ঢাকা—এই তিন অফিস সমন্বয় করায় কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করছি। তারপরও দীর্ঘ সময় অতিবাহিতের সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪