Ajker Patrika

ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি হতে পারছেন না ফুলকুমার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৯
ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি হতে পারছেন না ফুলকুমার

ফুলকুমার চন্দ্রের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়বেন। তাঁর সেই স্বপ্ন অনেকটা পূরণ হওয়ার পথে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ফুলকুমার ঢাবিতে স্নাতকে ভর্তি হতে পারছেন না।

ফুলকুমারের বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের উত্তর চাঁদের খামার গ্রামে। তাঁর বাবা কানু রাম দিনমজুরের কাজ করেন।

জানা গেছে, এইচএসসি পাশ করার পর টাকার অভাবে বাইরে কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেনি ফুলকুমার। করোনার সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কয়েকজন ছাত্র ফুলকুমারকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন। অর্থের সংকট থাকায় তাঁর পড়াশোনায় আগ্রহ দেখে কোচিং কর্তৃপক্ষও ঢাকা, রাজশাহী ও বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশ নেওয়ার খরচ বহন করেছিল।

ফুলকুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক অনুষদে ১৩৪তম হয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও খ ইউনিটে মেধা তালিকায় ২ হাজার ২১১তম হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৮ ডিসেম্বর সাক্ষাৎকারের জন্য তাঁকে ডেকেছে। কিন্তু টাকার অভাবে কীভাবে ঢাকা যাবে এবং ভর্তি হবে এখনো জানেন না ফুলকুমার। মানুষের দ্বারে দ্বারে ভর্তির টাকার জন্য ঘুরছেন তিনি। দিনমজুর বাবার কোনোভাবেই তাঁর খরচ চালানের সামর্থ্য নেই।

ফুলকুমার বলেন, ‘ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত এসেছি। পরনের যে শার্ট প্যান্ট এগুলো মানুষের দেওয়া। স্বপ্ন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। সৃষ্টিকর্তা সেই স্বপ্ন পূরণে সহায়ক হয়েছেন কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে পারছি না। এটা আমাকে বড়ই পীড়া দিচ্ছে। কেউ যদি আমার পাশে দাঁড়াত কিংবা একটা বৃত্তির ব্যবস্থা করত তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অবসর সময়ে কাজ করে পড়াশোনাটা চালিয়ে নিতে পারতাম।’

ফুলকুমারের বাবা কানু রাম বলেন, ‘ছোট বেলা থেকে পড়াশোনার প্রতি ওর খুবই আগ্রহ। কিন্তু টাকার অভাবে কিছুই দিতে পারিনি। নিজের মেধাগুণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে। আমি তাঁকে ভর্তি করাতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত