বিনোদন প্রতিবেদক
‘রাগী’ নিয়ে আশাবাদী
রাগী সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। একটানা খুব ভালো কাজ হয়েছিল। কিন্তু মাঝে দুই বছর তো কোভিডের কারণে সব বন্ধ ছিল। আমরাও থেমে ছিলাম। শুটিং শেষ করতে পারিনি। গত মাসেই আমরা সম্পূর্ণ কাজ শেষ করেছি। অনেক সুন্দর সুন্দর লোকেশনে গানের দৃশ্যের শুটিং হয়েছে। সিনেমাটি এখন মুক্তির জন্য প্রস্তুত। রাগী নিয়ে আমি অনেক আশাবাদী। দর্শকের পছন্দ হওয়ার মতো সব উপাদান এতে আছে—মারপিট, ভালো গান, সুন্দর সংলাপ এবং দারুণ একটা গল্প।
শেষ হচ্ছে অপেক্ষা
২০২২ সালে আমাদের দেশে যত সিনেমা মুক্তি পেয়েছে, রাগী সেগুলোর মধ্যে একেবারেই অন্য রকম। সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমা এটি। যেহেতু অনেক বছর পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে, আমার অনেক দর্শক আগ্রহ নিয়ে বসে আছেন। প্রশ্ন করছেন, আপু আপনার সিনেমা কবে আসবে, কবে দেখতে পাব? দর্শকদের বলছি, ‘আপনাদের অপেক্ষার দিন শেষ।’
ভিন্ন রকম মুনমুন
রাগী সিনেমার প্রধান ভিলেন একজন নারী। এ চরিত্রে অভিনয় করেছেন মুনমুন আপু। আমি আছি তাঁর ছোট বোনের চরিত্রে। সিনেমার নাম রাগী দেওয়া হয়েছে মুনমুন আপুর চরিত্রের ওপর ভিত্তি করেই। গল্পে তিনি প্রচণ্ড রাগী। কিন্তু এই রাগকে ভালোবাসা দিয়ে সামলেছি আমি। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এটাই সিনেমার মূল বিষয়। রেগে গেলে কোনো কিছু পাওয়া যায় না, সবকিছুই হারিয়ে যায় জীবন থেকে। সেই রাগকে নিয়ন্ত্রণ করে ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করেছি আমি। মুনমুন আপু যতটা রাগী, তার ঠিক উল্টো আমার চরিত্র। একদম সফট, ভালোবাসা খুঁজি—এ ধরনের চরিত্র। সিনেমায় আমার নায়ক হিসেবে আছেন আবির চৌধুরী।
বিরতির কারণ
২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সিনেমা নিয়ে এতই ব্যস্ত সময় কাটিয়েছি যে ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি। তবে ২০১৭ সাল থেকে সিনেমা ইন্ডাস্ট্রিতে ধস নামতে শুরু করে। উল্লেখযোগ্য হারে সিনেমা নির্মাণ কমতে থাকে। তবু ওই সময় আমার কাছে টানা সাতটি সিনেমার প্রস্তাব এসেছিল। তবে সব সিনেমার নায়ক ছিল নতুন। ক্যারিয়ারের একটা অবস্থানে দাঁড়িয়ে একের পর এক নতুন নায়কের সঙ্গে কাজ করতে চাইনি। তাই প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছিলাম। ওই সময়ে নিজের পরিবারকে সময় দিয়েছি।
নতুন কাজের খবর
এখন আমার হাতে নতুন কোনো সিনেমা নেই। তবে রাগী ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ছয়টি সিনেমা—‘চাঁদনী’, ‘চিৎকার’, ‘কাজের ছেলে’, ‘রাবেয়া’, ‘যমজ ভূতের গল্প’ ও ‘করপোরেট’। এগুলো মুক্তি পেলে আগের মতো ব্যস্ততা ফিরে পাব বলে আমার বিশ্বাস। এর মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনের শুটিং করব। দুটি মিউজিক ভিডিওর কাজ করলাম। এ ছাড়া কয়েকটি ওয়েব কনটেন্টের প্রস্তাব আছে।
অনুলিখন
‘রাগী’ নিয়ে আশাবাদী
রাগী সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। একটানা খুব ভালো কাজ হয়েছিল। কিন্তু মাঝে দুই বছর তো কোভিডের কারণে সব বন্ধ ছিল। আমরাও থেমে ছিলাম। শুটিং শেষ করতে পারিনি। গত মাসেই আমরা সম্পূর্ণ কাজ শেষ করেছি। অনেক সুন্দর সুন্দর লোকেশনে গানের দৃশ্যের শুটিং হয়েছে। সিনেমাটি এখন মুক্তির জন্য প্রস্তুত। রাগী নিয়ে আমি অনেক আশাবাদী। দর্শকের পছন্দ হওয়ার মতো সব উপাদান এতে আছে—মারপিট, ভালো গান, সুন্দর সংলাপ এবং দারুণ একটা গল্প।
শেষ হচ্ছে অপেক্ষা
২০২২ সালে আমাদের দেশে যত সিনেমা মুক্তি পেয়েছে, রাগী সেগুলোর মধ্যে একেবারেই অন্য রকম। সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমা এটি। যেহেতু অনেক বছর পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে, আমার অনেক দর্শক আগ্রহ নিয়ে বসে আছেন। প্রশ্ন করছেন, আপু আপনার সিনেমা কবে আসবে, কবে দেখতে পাব? দর্শকদের বলছি, ‘আপনাদের অপেক্ষার দিন শেষ।’
ভিন্ন রকম মুনমুন
রাগী সিনেমার প্রধান ভিলেন একজন নারী। এ চরিত্রে অভিনয় করেছেন মুনমুন আপু। আমি আছি তাঁর ছোট বোনের চরিত্রে। সিনেমার নাম রাগী দেওয়া হয়েছে মুনমুন আপুর চরিত্রের ওপর ভিত্তি করেই। গল্পে তিনি প্রচণ্ড রাগী। কিন্তু এই রাগকে ভালোবাসা দিয়ে সামলেছি আমি। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এটাই সিনেমার মূল বিষয়। রেগে গেলে কোনো কিছু পাওয়া যায় না, সবকিছুই হারিয়ে যায় জীবন থেকে। সেই রাগকে নিয়ন্ত্রণ করে ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করেছি আমি। মুনমুন আপু যতটা রাগী, তার ঠিক উল্টো আমার চরিত্র। একদম সফট, ভালোবাসা খুঁজি—এ ধরনের চরিত্র। সিনেমায় আমার নায়ক হিসেবে আছেন আবির চৌধুরী।
বিরতির কারণ
২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সিনেমা নিয়ে এতই ব্যস্ত সময় কাটিয়েছি যে ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি। তবে ২০১৭ সাল থেকে সিনেমা ইন্ডাস্ট্রিতে ধস নামতে শুরু করে। উল্লেখযোগ্য হারে সিনেমা নির্মাণ কমতে থাকে। তবু ওই সময় আমার কাছে টানা সাতটি সিনেমার প্রস্তাব এসেছিল। তবে সব সিনেমার নায়ক ছিল নতুন। ক্যারিয়ারের একটা অবস্থানে দাঁড়িয়ে একের পর এক নতুন নায়কের সঙ্গে কাজ করতে চাইনি। তাই প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছিলাম। ওই সময়ে নিজের পরিবারকে সময় দিয়েছি।
নতুন কাজের খবর
এখন আমার হাতে নতুন কোনো সিনেমা নেই। তবে রাগী ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ছয়টি সিনেমা—‘চাঁদনী’, ‘চিৎকার’, ‘কাজের ছেলে’, ‘রাবেয়া’, ‘যমজ ভূতের গল্প’ ও ‘করপোরেট’। এগুলো মুক্তি পেলে আগের মতো ব্যস্ততা ফিরে পাব বলে আমার বিশ্বাস। এর মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনের শুটিং করব। দুটি মিউজিক ভিডিওর কাজ করলাম। এ ছাড়া কয়েকটি ওয়েব কনটেন্টের প্রস্তাব আছে।
অনুলিখন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪