Ajker Patrika

‘রেগে গেলে জীবন থেকে সবই হারিয়ে যায়’

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ২১: ০৮
‘রেগে গেলে জীবন থেকে  সবই হারিয়ে যায়’

‘রাগী’ নিয়ে আশাবাদী

রাগী সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। একটানা খুব ভালো কাজ হয়েছিল। কিন্তু মাঝে দুই বছর তো কোভিডের কারণে সব বন্ধ ছিল। আমরাও থেমে ছিলাম। শুটিং শেষ করতে পারিনি। গত মাসেই আমরা সম্পূর্ণ কাজ শেষ করেছি। অনেক সুন্দর সুন্দর লোকেশনে গানের দৃশ্যের শুটিং হয়েছে। সিনেমাটি এখন মুক্তির জন্য প্রস্তুত। রাগী নিয়ে আমি অনেক আশাবাদী। দর্শকের পছন্দ হওয়ার মতো সব উপাদান এতে আছে—মারপিট, ভালো গান, সুন্দর সংলাপ এবং দারুণ একটা গল্প।

 আঁচলশেষ হচ্ছে অপেক্ষা

২০২২ সালে আমাদের দেশে যত সিনেমা মুক্তি পেয়েছে, রাগী সেগুলোর মধ্যে একেবারেই অন্য রকম। সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমা এটি। যেহেতু অনেক বছর পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে, আমার অনেক দর্শক আগ্রহ নিয়ে বসে আছেন। প্রশ্ন করছেন, আপু আপনার সিনেমা কবে আসবে, কবে দেখতে পাব? দর্শকদের বলছি, ‘আপনাদের অপেক্ষার দিন শেষ।’

ভিন্ন রকম মুনমুন

রাগী সিনেমার প্রধান ভিলেন একজন নারী। এ চরিত্রে অভিনয় করেছেন মুনমুন আপু। আমি আছি তাঁর ছোট বোনের চরিত্রে। সিনেমার নাম রাগী দেওয়া হয়েছে মুনমুন আপুর চরিত্রের ওপর ভিত্তি করেই। গল্পে তিনি প্রচণ্ড রাগী। কিন্তু এই রাগকে ভালোবাসা দিয়ে সামলেছি আমি। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এটাই সিনেমার মূল বিষয়। রেগে গেলে কোনো কিছু পাওয়া যায় না, সবকিছুই হারিয়ে যায় জীবন থেকে। সেই রাগকে নিয়ন্ত্রণ করে ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করেছি আমি। মুনমুন আপু যতটা রাগী, তার ঠিক উল্টো আমার চরিত্র। একদম সফট, ভালোবাসা খুঁজি—এ ধরনের চরিত্র। সিনেমায় আমার নায়ক হিসেবে আছেন আবির চৌধুরী।

আঁচলবিরতির কারণ

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সিনেমা নিয়ে এতই ব্যস্ত সময় কাটিয়েছি যে ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি। তবে ২০১৭ সাল থেকে সিনেমা ইন্ডাস্ট্রিতে ধস নামতে শুরু করে। উল্লেখযোগ্য হারে সিনেমা নির্মাণ কমতে থাকে। তবু ওই সময় আমার কাছে টানা সাতটি সিনেমার প্রস্তাব এসেছিল। তবে সব সিনেমার নায়ক ছিল নতুন। ক্যারিয়ারের একটা অবস্থানে দাঁড়িয়ে একের পর এক নতুন নায়কের সঙ্গে কাজ করতে চাইনি। তাই প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছিলাম। ওই সময়ে নিজের পরিবারকে সময় দিয়েছি।

নতুন কাজের খবর
এখন আমার হাতে নতুন কোনো সিনেমা নেই। তবে রাগী ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ছয়টি সিনেমা—‘চাঁদনী’, ‘চিৎকার’, ‘কাজের ছেলে’, ‘রাবেয়া’, ‘যমজ ভূতের গল্প’ ও ‘করপোরেট’। এগুলো মুক্তি পেলে আগের মতো ব্যস্ততা ফিরে পাব বলে আমার বিশ্বাস। এর মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনের শুটিং করব। দুটি মিউজিক ভিডিওর কাজ করলাম। এ ছাড়া কয়েকটি ওয়েব কনটেন্টের প্রস্তাব আছে।

অনুলিখন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত