Ajker Patrika

সাংবাদিককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১১: ৪৭
Thumbnail image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত সাংবাদিকেরা।

চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউছুফ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, তাজুল ইসলাম মানিক, সাইফুল্ল্যাহ কামরুল, আকাশ মোহাম্মদ জসিম, আবু নাছের মঞ্জু প্রমুখ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

জানা গেছে, গত বুধবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় খাবার বিতরণ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মিজানুর রহমান হামলার শিকার হন। ঘটনার দিন সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত হন। কর্মসূচি শুরুর সঙ্গে সঙ্গে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ও কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক মিজানুর রহমানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। দুই ঘণ্টা পর ভিডিও মুছে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।

এ ঘটনায় রাতে মিজানুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দিলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত