Ajker Patrika

বাংলাদেশ-ভারত যৌথ সাইকেল শোভাযাত্রা

মেহেরপুর সংবাদদাতা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ৪৬
বাংলাদেশ-ভারত যৌথ সাইকেল শোভাযাত্রা

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথ সাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী। গত সোমবার থেকে এ শোভাযাত্রা শুরু হয়। গতকাল বুধবার বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর যৌথ বাইসাইকেল শোভাযাত্রাটি মেহেরপুর এসে পৌঁছেছে। শেষ হবে আগামী ১৯ নভেম্বর।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ভারতীয় সেনা বাহিনীর একটি দল সাইকেল শোভাযাত্রা সহকারে যশোর সেনানিবাসে এসে পৌঁছায়। সেখানে ফ্লাগ অব শ্রীমনী শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এ শোভাযাত্রাতে যোগ দেন। দুই দেশের ৩৯ জন সদস্য যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অবস্থান করেন।

কুষ্টিয়া থেকে শোভাযাত্রাটি গতকাল বুধবার সকাল ১০টায় মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। শোভাযাত্রাটি মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গা ও মুজিবনগর পরিদর্শন শেষে মেহেরপুর সার্কিট হাউস ও টিটিসিতে অবস্থান করবে। যৌথ শোভাযাত্রাটি আগামী ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে। গেদে স্থলবন্দরে ভারতীয় সেনা বাহিনী এ শোভাযাত্রাটি স্বাগত জানাবেন।

শোভাযাত্রাতে বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন কর্নেল মুহিত সিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত