রংপুর প্রতিনিধি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ শনিবার। চার দিনব্যাপী এই কার্যক্রমে রংপুর জেলার প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন পরিচালনা নিয়ে গত বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুরের লোকসংখ্যা ২৮ লাখ ৭৫ হাজার ৭১৬ জন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩৯ হাজার ৮০৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৯৮০ জন। এই শিশুদের আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন বলেন, চার দিনের ক্যাম্পেইন সফল করতে জেলায় ১ হাজার ৮৩২টি কেন্দ্র থাকবে। এতে ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবক, ৬৯২ জন স্বাস্থ্যকর্মী ও ৫৫৯ জন পরিবার পরিকল্পনা কর্মী দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ক্যাম্পেইনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সীরা নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীরা লাল রঙের ক্যাপসুল পাবে। তবে যেসব শিশু গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে তাঁদের এখন খাওয়ানোর প্রয়োজন নেই।
বর্তমান করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে বলা হয়, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ক্যাপসুল খাওয়ানোর পর শিশুদের বমির ভাব হতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
অনুষ্ঠানে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শামীম সাফারি। তিনি আজকের পত্রিকাকে জানান, ভিটামিন ‘এ’-এর অভাবে পাঁচ বছরের কম বয়সী শিশু, কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশু এবং গর্ভবতী প্রসূতি মা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ শনিবার। চার দিনব্যাপী এই কার্যক্রমে রংপুর জেলার প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন পরিচালনা নিয়ে গত বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুরের লোকসংখ্যা ২৮ লাখ ৭৫ হাজার ৭১৬ জন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩৯ হাজার ৮০৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৯৮০ জন। এই শিশুদের আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন বলেন, চার দিনের ক্যাম্পেইন সফল করতে জেলায় ১ হাজার ৮৩২টি কেন্দ্র থাকবে। এতে ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবক, ৬৯২ জন স্বাস্থ্যকর্মী ও ৫৫৯ জন পরিবার পরিকল্পনা কর্মী দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ক্যাম্পেইনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সীরা নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীরা লাল রঙের ক্যাপসুল পাবে। তবে যেসব শিশু গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে তাঁদের এখন খাওয়ানোর প্রয়োজন নেই।
বর্তমান করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে বলা হয়, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ক্যাপসুল খাওয়ানোর পর শিশুদের বমির ভাব হতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
অনুষ্ঠানে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শামীম সাফারি। তিনি আজকের পত্রিকাকে জানান, ভিটামিন ‘এ’-এর অভাবে পাঁচ বছরের কম বয়সী শিশু, কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশু এবং গর্ভবতী প্রসূতি মা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪