Ajker Patrika

আজ শুরু ভিটামিন ক্যাম্পেইন

রংপুর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ১৭
আজ শুরু ভিটামিন ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ শনিবার। চার দিনব্যাপী এই কার্যক্রমে রংপুর জেলার প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন পরিচালনা নিয়ে গত বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।

অনুষ্ঠানে সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুরের লোকসংখ্যা ২৮ লাখ ৭৫ হাজার ৭১৬ জন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩৯ হাজার ৮০৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৯৮০ জন। এই শিশুদের আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন বলেন, চার দিনের ক্যাম্পেইন সফল করতে জেলায় ১ হাজার ৮৩২টি কেন্দ্র থাকবে। এতে ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবক, ৬৯২ জন স্বাস্থ্যকর্মী ও ৫৫৯ জন পরিবার পরিকল্পনা কর্মী দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় ক্যাম্পেইনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সীরা নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীরা লাল রঙের ক্যাপসুল পাবে। তবে যেসব শিশু গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে তাঁদের এখন খাওয়ানোর প্রয়োজন নেই।

বর্তমান করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে বলা হয়, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ক্যাপসুল খাওয়ানোর পর শিশুদের বমির ভাব হতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অনুষ্ঠানে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শামীম সাফারি। তিনি আজকের পত্রিকাকে জানান, ভিটামিন ‘এ’-এর অভাবে পাঁচ বছরের কম বয়সী শিশু, কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশু এবং গর্ভবতী প্রসূতি মা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত