দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ব্যস্ততম সড়কের একটি মলয়বাজার বাসস্ট্যান্ড-পিতাম্বর্দী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক ভূঁইয়া সড়ক। সড়কটি দিয়ে দিনে হাজারো যানবাহন যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিবহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
মলয়বাজার বাসস্ট্যান্ড থেকে পিতাম্বর্দী পর্যন্ত সড়কের দৈর্ঘ্য আট কিলোমিটার। সরেজমিনে দেখা যায়, ওই সড়কের মলয়বাজার, বরকোটা, ডেকরিখোলা, উত্তর চিনামুড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কে অসংখ্য বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যায়।
বরকোটার বাসিন্দা আলাউদ্দিন আহমেদ বলেন, রাস্তাটি বেহাল হওয়ার কারণে আমাদের কষ্টের শেষ নেই। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।
ওই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী অটো রিক্সার ড্রাইভার মো. অলমগীর, জাহাঙ্গীর, সুরুজ মিয়া ও জয়নাল আবেদিন জানান, রাস্তাটি বেহাল অবস্থায় থাকার কারণে এই সড়ক দিয়ে পথচারী চলাচল করেন না। এতে করে আমাদের সারা দিনেও ১০০ টাকা রোজগার করতে অনেক হিমসিম খেতে হয়। প্রধানমন্ত্রীর কাছে এই রাস্তাটি মেরামতের জন্যে দাবি জানাচ্ছি।
বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি বেহাল থাকায় প্রতিনিয়ত ছোট-খাটো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এবং প্রায় লক্ষাধিক মানুষের চলাচলে ভোভান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় সুবিদ আলী ভুইয়ার কাছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।
বরকোটা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র নাঈম, ইমন, রাব্বি, ইকরাম বলে, ‘সড়কটি ভাঙা থাকায় আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি মেরামত করার জন্য দাবি জানাচ্ছি।’
মলয়বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল খায়ের বলেন, এই রাস্তার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য করতে খুবই কষ্ট হচ্ছে। পণ্য আনা-নেয়া করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। সরকারের কাছে আবেদন, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন জানান, বেহাল এই রাস্তায় কারণে প্রতিষ্ঠানে আগত শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। আমরা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) দাউদকান্দি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব রহমান বলেন, ‘সড়কটির বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। বিল পাস হলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ব্যস্ততম সড়কের একটি মলয়বাজার বাসস্ট্যান্ড-পিতাম্বর্দী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক ভূঁইয়া সড়ক। সড়কটি দিয়ে দিনে হাজারো যানবাহন যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিবহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
মলয়বাজার বাসস্ট্যান্ড থেকে পিতাম্বর্দী পর্যন্ত সড়কের দৈর্ঘ্য আট কিলোমিটার। সরেজমিনে দেখা যায়, ওই সড়কের মলয়বাজার, বরকোটা, ডেকরিখোলা, উত্তর চিনামুড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কে অসংখ্য বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যায়।
বরকোটার বাসিন্দা আলাউদ্দিন আহমেদ বলেন, রাস্তাটি বেহাল হওয়ার কারণে আমাদের কষ্টের শেষ নেই। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।
ওই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী অটো রিক্সার ড্রাইভার মো. অলমগীর, জাহাঙ্গীর, সুরুজ মিয়া ও জয়নাল আবেদিন জানান, রাস্তাটি বেহাল অবস্থায় থাকার কারণে এই সড়ক দিয়ে পথচারী চলাচল করেন না। এতে করে আমাদের সারা দিনেও ১০০ টাকা রোজগার করতে অনেক হিমসিম খেতে হয়। প্রধানমন্ত্রীর কাছে এই রাস্তাটি মেরামতের জন্যে দাবি জানাচ্ছি।
বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি বেহাল থাকায় প্রতিনিয়ত ছোট-খাটো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এবং প্রায় লক্ষাধিক মানুষের চলাচলে ভোভান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় সুবিদ আলী ভুইয়ার কাছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।
বরকোটা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র নাঈম, ইমন, রাব্বি, ইকরাম বলে, ‘সড়কটি ভাঙা থাকায় আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি মেরামত করার জন্য দাবি জানাচ্ছি।’
মলয়বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল খায়ের বলেন, এই রাস্তার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য করতে খুবই কষ্ট হচ্ছে। পণ্য আনা-নেয়া করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। সরকারের কাছে আবেদন, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন জানান, বেহাল এই রাস্তায় কারণে প্রতিষ্ঠানে আগত শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। আমরা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) দাউদকান্দি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব রহমান বলেন, ‘সড়কটির বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। বিল পাস হলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪