Ajker Patrika

ফেলনা উপাদানে গাছের যত্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৮: ৪৪
ফেলনা উপাদানে গাছের যত্ন

ঘর, বারান্দা ও ছাদের শোভা বাড়ায় গাছ। গাছ যেন প্রয়োজনীয় পুষ্টি পায় সে জন্য সঠিক খেয়াল রাখতে হয়। ঘরে থাকা কিছু ফেলনা উপাদান ব্যবহার করে গাছের জন্য প্রয়োজনীয় সার তৈরি করতে পারবেন।

  • আলু কাটার পর তার খোসা ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। আলুর খোসা পচে যাবে এবং গাছের গোড়ায় পুষ্টি জোগাবে।
  • ডিমের খোসায় ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম গাছের জন্য উপকারী। ডিমের খোসা ব্লেন্ড করে সার তৈরির পাত্রে রেখে দিতে পারেন। অথবা একটি পাত্রে পানি নিয়ে সেখানে ডিম, আলু ও কলার খোসা দুই-তিন দিন ভিজিয়ে রাখুন। সেই পানি গাছে ব্যবহার করুন।
  • গাছের গোড়ায় সরাসরি কফির গুঁড়ো দিতে পারেন। কড়ির গুঁড়োয় আছে নাইট্রোজেন, ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা গাছের বৃদ্ধিতে সহায়ক।
  • চিনি ছাড়া ঠান্ডা র-চা গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন। চা পাতা ও চা সার হিসেবে কাজ করে। তবে দুধ চায়ের লিকার কিংবা পাতা দেবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত