Ajker Patrika

রবীন্দ্রনাথের গল্পের অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিকে সুইটি

রবীন্দ্রনাথের গল্পের অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিকে সুইটি

নিয়মিত ধারাবাহিক নাটক নির্মাণ করছে দীপ্ত টেলিভিশন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শুরু হয়েছে দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’র শুটিং। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদি ছোটগল্প ‘দেনা পাওনা’র অনুপ্রেরণায় ধারাবাহিকটি রচনা করেছেন আহমেদ হীরক। পরিচালনা করছেন গোলাম মুক্তাদির। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি। 

নতুন এই ধারাবাহিকটি নিয়ে সুইটি বলেন, ‘যেকোনো কাজ চূড়ান্ত করার আগে গল্পটা বিবেচনা করি আমি। গল্প পছন্দ না হলে অভিনয় করি না। সেটা হোক সিনেমা কিংবা নাটক কিংবা ওটিটি প্ল্যাটফর্মের কোনো কাজ। এই ধারাবাহিকটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে। এ কারণেই ধারাবাহিকটিতে অভিনয়ে সম্মতি জানিয়েছি। এরই মাঝে শুটিংয়ে অংশ নিয়েছি আমি। পরিচালক খুব যত্ন নিয়ে কাজটি করছেন। আমি খুব আশাবাদী নতুন এই ধারাবাহিকটি নিয়ে।’

দেনা পাওনা নাটকে একজন আদর্শ মায়ের চরিত্রে দেখা যাবে সুইটিকে। তাঁর চরিত্রের নাম সায়মা। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী চরিত্রটি বেশ অর্থবহ বলে জানান এই অভিনেত্রী। এতে আরও অভিনয় করছেন মনির খান শিমুল, শাহদাত হোসেন, নাজনীন হাসান চুমকি, তনুশ্রী, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, তনয় বিশ্বাস, সাজ্জাদ হোসেন, নোভা চক্রবর্তী প্রমুখ। 

নির্মাতা গোলাম মুক্তাদির বলেন, ‘গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটক নির্মাণ করা সব সময়ই চ্যালেঞ্জিং। চেষ্টা করছি গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে। অভিনয়শিল্পীরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। দর্শকের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

নির্মাতা জানান, ১৮ জানুয়ারি থেকে দীপ্ত টিভির নিজস্ব ফ্লোরে শুটিং শুরু হয়েছে। প্রথম লটের শুটিং চলবে টানা ২২ দিন। বছরজুড়েই বিভিন্ন ভাগে শুটিং হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ৩২২ পর্বের লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য। শিগগির দীপ্ত টিভিতে ধারাবাহিকটি প্রচারে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত