Ajker Patrika

জাতীয় পর্যায়ে কবি নজরুলের জন্মবার্ষিকী উদ্‌যাপন কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১২: ৩৫
Thumbnail image

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী এবার উদ্‌যাপিত হবে কুমিল্লায়। ‘বিদ্রোহীর শতবর্ষ’ প্রতিপাদ্য সামনে রেখে তিন দিনব্যাপী জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বুধবার প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা, কবি জহিরুল হক দুলাল, লেখক ও গবেষক আবুল কাশেম হৃদয়, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় জন্মবার্ষিকী উদ্‌যাপনে করা হয়েছে বিভিন্ন উপকমিটি। সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্ণিল সাজে সজ্জিত হবে কুমিল্লা নগরীসহ সব উপজেলা।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী’ উদ্‌যাপন অনুষ্ঠান কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে বেলা ১১টায় হবে।

মোহাম্মদ কামরুল হাসান আরও জানান, তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিনে স্মারক বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, দ্বিতীয় দিন অধ্যাপক মহীবুল আজিজ এবং তৃতীয় দিনে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে কুমিল্লায় জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত