Ajker Patrika

২১ কিমি দৌড়ালেন ৪০০ নারী-পুরুষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪: ০৮
২১ কিমি দৌড়ালেন ৪০০ নারী-পুরুষ

কুমিল্লা হাফ ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় কোটবাড়ির ময়নামতি জাদুঘরের সামনে থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আদিনামুড়াসহ বিভিন্ন সড়ক হয়ে ইভেন্ট ভেন্যু ব্লু ওয়াটার পার্কে গিয়ে শেষ হয়। সেখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

আয়োজনের স্লোগান ছিল ‘ভবিষ্যতের জন্য ঐতিহ্যকে সংরক্ষণ করুন’। তিনটি ক্যাটাগরিতে সারা দেশ থেকে আগত ৪০০ দৌড়বিদ এতে অংশ নেন। হাফ ম্যারাথনের আয়োজক ছিল ‘কুমিল্লা রানার্স’। সহ-আয়োজক ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ।

২১ দশমিক ১ কিলোমিটার দৌড়ে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আশরাফুল আলম কাশেম, দ্বিতীয় হয়েছেন ফখরুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন আশরাফুল ইসলাম। নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন রেজোয়ানা পারভিন, দ্বিতীয় হয়েছেন তামান্না আফরিন মিতুল এবং তৃতীয় হয়েছেন নুসরাত ই জাহান।

ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এ রকম আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি নিজে এ ম্যারাথনে অংশগ্রহণ করেছি। আমার ছেলেও অংশ নিয়েছে।’

অনুষ্ঠানে অতিথি ছিলেন বার্ডের যুগ্ম পরিচালক মো. আবদুল মান্নান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন, সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল খান।

‘কুমিল্লা রানার্স’ ২০১৮ সাল থেকে মানসিক ও শারীরিক সুস্থতার প্রতি সচেতনতা সৃষ্টিতে ‘জীবনের জন্য দৌড়, সুস্বাস্থ্যের জন্য দৌড়’ স্লোগানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

আয়োজনে সহযোগী হিসেবে আরও ছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কুমিল্লা ও ময়নামতি জাদুঘর কর্তৃপক্ষ। পৃষ্ঠপোষক ছিল ব্লু ওয়াটার পার্ক, মালেদা গ্রুপ ও ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত