Ajker Patrika

পরিবেশবান্ধব উপায়ে মাছ চাষে কর্মশালা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ৪৫
পরিবেশবান্ধব উপায়ে মাছ চাষে কর্মশালা

কুমিল্লা জেলার প্লাবনভূমি অঞ্চলে পরিবেশবান্ধব উপায়ে মাছ উৎপাদনকারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও সনদপ্রাপ্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের (সিসিডিএ) সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এ কর্মশালার আয়োজন করে।

গত বৃহস্পতিবার দাউদকান্দির আদমপুরে সংস্থার কার্যালয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিবেশ যোদ্ধা মতিন সৈকত।

প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুদ আলম এতে সভাপতিত্ব করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহপরিচালক ফখরউদ্দিন আহম্মেদ চৌধুরী, দাউদকান্দি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, এসইপি প্রকল্পের কর্মকর্তা কৃষিবিদ লেমন মিয়া, পরিবেশ কর্মকর্তা হাসিব ইকবাল কানন, ডকুমেন্টেশন কর্মকর্তা মো. নুরুন্নবী রাসেল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মতিন সৈকত বলেন, ‘প্লাবন ভূমিতে মাছ চাষে পরিবেশ সুরক্ষায় এসইপি প্রকল্পের ভূমিকা প্রশংসনীয়।’

মতিন সৈকত আরও বলেন, ‘জলাশয়ে মাছ চাষ করতে গিয়ে প্রাকৃতিক ও জীব বৈচিত্র্য যাতে বিপন্ন না হয় সেদিকেও মৎস্য খামারিদের সচেষ্ট থাকতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত