সম্পাদকীয়
শৈলজারঞ্জন মজুমদার ছিলেন বিশিষ্ট সংগীতজ্ঞ, রবীন্দ্রসংগীত প্রশিক্ষক, রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার। ১৯০০ সালের ১৯ জুলাই তিনি বাংলাদেশের নেত্রকোনার মোহনগঞ্জের বাহাম গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯১৭ সালে নেত্রকোনা উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং ১৯২০ সালে কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে আইএসসি, ১৯২২ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি এবং ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমএসসিতে প্রথম শ্রেণিতে পাস করেন। এরপর তাঁর বাবার ইচ্ছায় ১৯২৭ সালে আইনও পাস করেন।
৮-৯ বছর বয়সে পাঠশালায় পড়ার সময় ঠাকুরমার কাছে সংগীতের হাতেখড়ি হয় তাঁর। শৈশবে নানা ধারার গান যা শুনতেন, তা-ই গাওয়ার চেষ্টা করতেন তিনি। ১৯২১ সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বর্ষামঙ্গল অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নিজ কণ্ঠে গান ও আবৃত্তি শুনে তিনি অভিভূত হন। আর এভাবেই শৈলজা আসক্ত হয়ে পড়েন রবীন্দ্রসংগীতের প্রতি।
১৯৩২ সালে তিনি শান্তিনিকেতনে রসায়নের অধ্যাপক হিসেবে যোগ দেন। এখানে এসে রবীন্দ্রনাথের গানের ভান্ডারি দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়মিত সংগীত শিখতে শুরু করেন। পরবর্তী সময়ে দিনেন্দ্রনাথ শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার পর রবীন্দ্রনাথ নিজেই তাঁকে সংগীত শেখানোর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৩৪ সালে শৈলজারঞ্জন প্রথম ‘মম মন উপবনে’ সংগীতটির স্বরলিপি তৈরি করেন এবং তা ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশ করে কবির বিশেষ প্রশংসা অর্জন করেন। ১৯৩৬ সালে তিনি কবিগুরুর বিখ্যাত নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ এবং ১৯৩৮ সালে ‘চণ্ডালিকা’র স্বরলিপি প্রকাশ করেন। এভাবে তিনি যখন রবীন্দ্রসংগীতের সারবস্তু অনুধাবন করে এগিয়ে চললেন সামনের দিকে, ঠিক তখন ১৯৩৯ সালে রবীন্দ্রনাথ তাঁকে বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেন।
এরপর সেখান থেকে অবসরের পর তিনি কলকাতায় ‘সুরঙ্গমা’ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। কলকাতার নামীদামি রবীন্দ্রসংগীতশিল্পীরা যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির সঙ্গে। ভারত-বাংলাদেশের অনেক রবীন্দ্রসংগীত প্রতিভার সৃষ্টি হয়েছিল তাঁর হাত ধরে।
১৯৯২ সালের ২৪ মে কলকাতার সল্টলেকে শৈলজারঞ্জন মজুমদার প্রয়াত হন।
শৈলজারঞ্জন মজুমদার ছিলেন বিশিষ্ট সংগীতজ্ঞ, রবীন্দ্রসংগীত প্রশিক্ষক, রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার। ১৯০০ সালের ১৯ জুলাই তিনি বাংলাদেশের নেত্রকোনার মোহনগঞ্জের বাহাম গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯১৭ সালে নেত্রকোনা উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং ১৯২০ সালে কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে আইএসসি, ১৯২২ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএসসি এবং ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমএসসিতে প্রথম শ্রেণিতে পাস করেন। এরপর তাঁর বাবার ইচ্ছায় ১৯২৭ সালে আইনও পাস করেন।
৮-৯ বছর বয়সে পাঠশালায় পড়ার সময় ঠাকুরমার কাছে সংগীতের হাতেখড়ি হয় তাঁর। শৈশবে নানা ধারার গান যা শুনতেন, তা-ই গাওয়ার চেষ্টা করতেন তিনি। ১৯২১ সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বর্ষামঙ্গল অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নিজ কণ্ঠে গান ও আবৃত্তি শুনে তিনি অভিভূত হন। আর এভাবেই শৈলজা আসক্ত হয়ে পড়েন রবীন্দ্রসংগীতের প্রতি।
১৯৩২ সালে তিনি শান্তিনিকেতনে রসায়নের অধ্যাপক হিসেবে যোগ দেন। এখানে এসে রবীন্দ্রনাথের গানের ভান্ডারি দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়মিত সংগীত শিখতে শুরু করেন। পরবর্তী সময়ে দিনেন্দ্রনাথ শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার পর রবীন্দ্রনাথ নিজেই তাঁকে সংগীত শেখানোর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৩৪ সালে শৈলজারঞ্জন প্রথম ‘মম মন উপবনে’ সংগীতটির স্বরলিপি তৈরি করেন এবং তা ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশ করে কবির বিশেষ প্রশংসা অর্জন করেন। ১৯৩৬ সালে তিনি কবিগুরুর বিখ্যাত নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ এবং ১৯৩৮ সালে ‘চণ্ডালিকা’র স্বরলিপি প্রকাশ করেন। এভাবে তিনি যখন রবীন্দ্রসংগীতের সারবস্তু অনুধাবন করে এগিয়ে চললেন সামনের দিকে, ঠিক তখন ১৯৩৯ সালে রবীন্দ্রনাথ তাঁকে বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেন।
এরপর সেখান থেকে অবসরের পর তিনি কলকাতায় ‘সুরঙ্গমা’ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। কলকাতার নামীদামি রবীন্দ্রসংগীতশিল্পীরা যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির সঙ্গে। ভারত-বাংলাদেশের অনেক রবীন্দ্রসংগীত প্রতিভার সৃষ্টি হয়েছিল তাঁর হাত ধরে।
১৯৯২ সালের ২৪ মে কলকাতার সল্টলেকে শৈলজারঞ্জন মজুমদার প্রয়াত হন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫