Ajker Patrika

ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ চান অভিভাবকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ১৫
ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ চান অভিভাবকেরা

করোনাকালে টিউশনের পাশাপাশি অন্যান্য ফি আদায় করেছেন। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ফুল-হাফ ফ্রি সুবিধা দিয়েছেন পছন্দের ছাত্রীদের। এমন নানা দুর্নীতির অভিযোগ উঠেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের বিরুদ্ধে। এসব অভিযোগে তাঁর পদত্যাগ দাবি করেছেন ‘সাধারণ অভিভাবকবৃন্দ’। তবে অধ্যক্ষের দাবি, অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট।

গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিভাবকদের এক অংশের পক্ষে আনিসুর রহমান আনিস এ দাবি করেন।

লিখিত বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, ‘২০২০ সালের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) টিউশন ফি ছাড়া কোনো ফি ধার্য না করার নির্দেশ দিয়েছে এবং ২০২০ সালে যাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে তা ফেরত দিতে বা পরবর্তী বেতনের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। অথচ এই অধ্যক্ষ তা না করে সরকারি আদেশ অমান্য করে ২০২১ সালের সেশন চার্জ বাবদ তিন হাজার টাকা করে আদায় করেছেন। এটি একটি শাস্তিযোগ্য অপরাধও বটে। তাই আমরা এ অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।’

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি শুক্র ও শনিবার কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে সরকারি ও বেসরকারি সংস্থার বিভিন্ন ধরনের নির্বাচনী/নিয়োগ পরীক্ষা উপলক্ষে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করা হচ্ছে, যার সিংহভাগ অধ্যক্ষ আত্মসাৎ করছেন।

এতে বলা হয়, অধ্যক্ষের এই আত্মসাতের ব্যাপারে সহায়তা করছেন অবসরে যাওয়া অধ্যক্ষের পিএ দিলরুবা খাতুন। অবসরে যাওয়া এই পিএ বিনা বেতনে প্রতিদিন অফিস কাজ চালিয়ে যাচ্ছেন শুধু অধ্যক্ষের অনৈতিক/অনিয়ম কার্যকলাপ গোপন ও আড়াল রাখার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কামরুন নাহার বলেন, ‘আগে এখানকার অভিভাবকেরা ভর্তি বাণিজ্যসহ নানা ধরনের অসৎ কার্যকলাপ করত। আমি আসার পর সেগুলো তাঁদের করতে দিচ্ছি না। যে কারণে তাঁরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত