Ajker Patrika

ভোট না দেওয়ায় মারধর অভিযোগ জয়ীর বিরুদ্ধে

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ১৯
Thumbnail image

যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী এক সদস্যের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের সরজিত কুমার চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে গতকাল বুধবার বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সেই অভিযোগ রেকর্ড করেনি।

লিখিত অভিযোগে সরজিত কুমার উল্লেখ করেছেন, গত ১১ নভেম্বর ভোটে সুখপুকুরিয়া ইউপির সদস্য প্রার্থী ছিলেন বল্লভপুর গ্রামের সাইফুল ইসলাম। নির্বাচনে তাঁর পক্ষে ভোট না দেওয়ায় নানাভাবে তিনি হুমকি–ধামকি দিচ্ছিলেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাঁকে ভোট না দেওয়ার কথা তুলে হিন্দুপাড়ার বাসিন্দাদের ওপর ক্ষুব্ধ হন। এর সূত্র ধরে ১২ নভেম্বর সকালে মাধবপুরপাড়া তিন রাস্তা মোড়ে ইউপি সদস্যের নির্দেশে কয়েকজন মিলে আমার বড় ভাই অধীর কুমার রায়কে (৭০) এলোপাতাড়ি কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এ সময় তাঁরা বলেন, যে বাপের ভোট দিছিস, সে তো পাস করেনি, তুই এই গ্রামে আছিস কেন, গ্রাম ছেড়ে চলে যা।

অভিযোগে আরও বলা হয়, একই সময়ে বল্লভপুর বাজারে আমার আরেক ভাই জগবন্ধু রায়কে (৫৫) হাতুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়। তবে তিনি মাথা সরিয়ে নেওয়ায় রক্ষা পান। ওই দিনই সকালে দক্ষিণ বল্লভপুরে সরজিতের জ্যাঠাতো ভাই গোবিন্দ কুমারকে হত্যাচেষ্টা করা হয়।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয় বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

চৌগাছা থানার উপপরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘থানায় লিখিত অভিযোগ হলেও মামলা রেকর্ড হয়নি।’

অভিযুক্ত ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমার সমর্থকেরা তাকে বলেছে তুমি বলেছিলে মেম্বার পাশ না করলে গ্রামে আসবে না। এখন এসেছ কেন? তবে এই হেনস্তার জন্য তাঁরা তাঁর বাড়িতে গিয়ে মাফ চেয়ে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত