Ajker Patrika

সড়কের ক্ষতি কমাতে ওজন নিয়ন্ত্রণ স্টেশন

বিশ্বনাথ প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ১২
সড়কের ক্ষতি কমাতে   ওজন নিয়ন্ত্রণ স্টেশন

ট্রাক কিংবা অন্য কোনো যানবাহনে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-মহাসড়ক। এসব সড়ক সংস্কারে সরকারকে ব্যয় করতে হয় বিপুল অঙ্কের টাকা। সড়কের ক্ষয়ক্ষতি কমাতে সড়ক ও জনপথ বিভাগ গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন করছে ওজন নিয়ন্ত্রণ স্টেশন (এক্সেল লোড কন্ট্রোল স্টেশন)।

সিলেট জেলার প্রথম ওজন নিয়ন্ত্রণ স্টেশন স্থাপন করা হয়েছে বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে। যানবাহনে অতিরিক্ত বা ধারণক্ষমতার চেয়ে বেশি পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত হবে এই স্টেশন। স্টেশনটির নির্মাণকাজ শেষের দিকে। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লামাকাজী পয়েন্ট সংলগ্ন কাজিরগাঁওয়ে ওই নিয়ন্ত্রণ স্টেশন নির্মাণে ব্যয় হচ্ছে ১৫ কোটি ১২ লাখ টাকা। সিলেট সড়ক ও জনপদ বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লামাকাজী ওজন নিয়ন্ত্রণ স্টেশনের দায়িত্বে থাকা সিলেট সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী সুমন দাস সাংবাদিকদের জানান, ১৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওজন নিয়ন্ত্রণ স্টেশনটির কাজ প্রায় শেষের দিকে। ২০১৯ সালে কাজ শুরু হলেও করোনার কারণে কাজ শেষ হতে একটু বেশি সময় লেগেছে। স্টেশনের সব তথ্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে স্টেশনটি শিগগির চালু হবে।

উপসহকারী প্রকৌশলী সুমন দাস আরও বলেন, স্টেশনটি চালু হলে সিলেট-সুনামগঞ্জ সড়কে ধারণক্ষমতার বেশি পণ্য বহন করার সুযোগ থাকবে না। অতিরিক্ত বোঝাই হলে জরিমানা গুনতে হবে। ওই স্টেশনে কারও ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। কম্পিউটারাইজড পদ্ধতিতে এটি পরিচালিত ও নিয়ন্ত্রিত হওয়ার কারণে এর কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।

সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, সিলেটের সড়ক-মহাসড়কের কোথাও কোনো এক্সেল লোড তথা অতিরিক্ত ধারণক্ষমতা নিয়ন্ত্রণ করার কেন্দ্র ছিল না। প্রথম কেন্দ্র হিসেবে বিশ্বনাথের লামাকাজী ওজন নিয়ন্ত্রণ স্টেশনের কাজ প্রায় ৯৫ ভাগ শেষ, এখন চালুর অপেক্ষায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত